Aadhaar Update Date Extended: বিনামূল্যে আধার কার্ড আপডেটের তারিখ আরও তিন মাস বাড়িয়ে দিল ভারত সরকার। আগামী ১৪ জুন, ২০২৩ পর্যন্ত এই সুবিধা উপলব্ধ থাকলেও, কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত করে দিয়েছে। উল্লেখ্য, মোদী সরকার গত ১৫ মার্চ ঘোষণা করেছিল যে, আগামী তিন মাস বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update Online) করা যাবে।
UIDAI এর তরফ থেকে বলা হয়েছে, ভারতীয়দের অনলাইনমুখী করে তুলতে, আরও তিন মাস অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা (Free Aadhaar Card Updation Date Extended) বাড়ানো হয়েছে। তবে অফলাইনে অর্থাৎ আধার সেন্টার থেকে আপডেট করলে ৫০ টাকা খরচ হবে।
জানিয়ে রাখি, কিছুদিন আগে UIDAI ঘোষণা করেছিল যে, যদি কারো আধার কার্ড ১০ বছরের বেশি পুরানো হয় এবং সেটি একবারও আপডেট না করা হয়, তবে শীঘ্রই নতুন বায়োমেট্রিক তথ্যের সাথে আপডেট করা উচিত। যদিও এই কাজ বাধ্যতামূলক নয়।
এভাবে করুন Aadhaar Update
১. আধার কার্ড আপডেট করার জন্য সর্বপ্রথম আপনাকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর লগইন করতে হবে।
৩. এরপর আধার কার্ডের যে তথ্য আপডেট করতে চান, সেটি নির্বাচন করুন এবং সঠিক তথ্য লিখে নীচে ডকুমেন্ট আপলোড করুন।
৪. এবার Submit বাটনে ক্লিক করুন। এর পরে আপনি একটি রিকোয়েস্ট নম্বর পাবেন।
আপনি এই রিকোয়েস্ট নম্বর দিয়ে আধার আপডেটের বর্তমান অবস্থা দেখতে সক্ষম হবেন।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.