বড় পদক্ষেপ Vodafone Idea-র, খরচ কমাতে হাজার হাজার রিটেলারদের সাথে সম্পর্ক ছিন্ন করলো Vi

Vodafone Idea বর্তমানে ফান্ড সংগ্রহের জন্য তৎপর হয়ে উঠেছে। সংস্থাটি হালফিলে ১৪,০০০ কোটি টাকার ইক্যুইটি ইনফিউশন প্রস্তাব করতে চলেছে।

Vodafone Idea (Vi) বর্তমানে নিজেরদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছে। সেই কারণে সংস্থাটি বিভিন্ন পন্থা অবলম্বন করে নিজেদের অবস্থান ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। হালফিলে জানা গেছে, Vi ভারত জুড়ে মোট ২৫,০০০ রিটেল পার্টনারদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। মূলত নিজেদের ব্যয় হ্রাস করার জন্যই এই পদক্ষেপটি নিয়েছে টেলিকম সংস্থাটি। প্রসঙ্গত, Vi দেশ জুড়ে প্রায় ৪-৫ লক্ষ রিটেলারদের নিজেদের ব্যবসার সাথে যুক্ত করেছিল। কিন্তু এই বিপুল পরিমাণ রিটেলার পার্টনারদের মধ্যে বেশিরভাগই Vi -এর পাশাপাশি অন্যান্য টেলিকম অপারেটরদের হয়েও কাজ করতো। ET -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, লাভজনক ব্যবসা দিচ্ছে না এরকম মাল্টি-ব্র্যান্ডের রিটেলার পার্টানারদের ‘শর্ট লিস্ট’ করে তাদেরকে বাদ দিয়েছে অক্ষয় মুন্দ্রা পরিচালিত টেলিকমটি।

 

২৫,০০০ রিটেলার পার্টনারদের সাথে সম্পর্ক ছিন্ন করলো Vodafone Idea

 

ভোডাফোন আইডিয়া বা Vi মূলত সেই সকল রিটেলারদের ‘টার্গেট’ করেছে, যারা দীর্ঘ সময় ধরে নেতিবাচক বা নেগেটিভ রিটার্ন দিচ্ছিল। ফলে এইরকম পার্টনারদের পিছনে অর্থ ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দেখতে গেলে, Vi -এর এই পদক্ষেপ সামগ্রিক ব্যয় হ্রাস করাতে এবং একই সাথে আরও ভাল রেভেনিউ মার্জিন অর্জন করতে সাহায্য করবে।

 

রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel) সংস্থা দুটি বিগত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ গ্রাহক নিজেদের সাথে যুক্ত করার মাধ্যমে বর্তমানে দেশের প্রথমসারির টেলিকম অপারেটর হয়ে উঠেছে। ভাবছেন হঠাৎ উক্ত দুটি টেলিকোর কথা কেন বলছি? আসলে জিও এবং এয়ারটেল উভয়ই, ভোডাফোন আইডিয়ার থেকে গ্রাহক ছিনিয়ে নেওয়ার মাধ্যমে নিজেদের রেভেনিউ ঊর্ধ্বমুখী করতে সক্ষম হয়েছে। এমত পরিস্থিতিতে, ভোডাফোন আইডিয়ার যেনতেন প্রকারে নিজেদের ব্যয় হ্রাস করা খুবই দরকার ছিল। যাতে সংস্থাটি সেই টাকা এমন কোনো লাভজনক স্কিমে বিনিয়োগ করতে পারে, যার দৌলতে পুরোনো ব্যবহারকারিদের ফিরে আসতে এবং আরো নতুন গ্রাহক যুক্ত হতে আগ্রহী হন। বিশেষত সংস্থাটি যেভাবে ধারাবাহিক ভাবে প্রতি কোয়ার্টারে গ্রাহক হারাচ্ছে, এই সময় নতুন গ্রাহক জোগাড় করতে না পারলে সংস্থাটি মুখ থুবড়ে পড়বে খুব শীঘ্রই।

 

এছাড়া রেভেনিউ বাড়ানোর জন্য বর্তমানে Vi -কে নিজেদের প্ল্যানগুলির ট্যারিফ বা শুল্ক বাড়ানোর খুবই প্রয়োজন। কেননা ‘ট্যারিফ হাইকিং’ না করলে, টেলিকম সংস্থাটি তাদের ‘অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার’ (ARPU) গ্রাফ উন্নত করতে পারবে না। জানিয়ে রাখি সাম্প্রতিক একটি সার্ভে রিপোর্ট অনুসারে, ২০২২ সালের চতুর্থ কোয়ার্টারে সংস্থাটির ARPU (গ্রাহক প্রতি গড় আয়) ছিল ১৩৫ টাকা, যা কিনা অন্যান্য বেসরকারী টেলিকম অপারেটরদের মধ্যে সর্বনিম্ন। ফলে Vi যদি শীঘ্রই তাদের রেভেনিউ বাড়ানোর জন্য ভালো কোনো পদক্ষেপ না নেয়, তবে শীঘ্রই গুরুতর অর্থ-কষ্টে পড়তে হবে।

 

প্রসঙ্গত, Vodafone Idea বর্তমানে ফান্ড সংগ্রহের জন্য তৎপর হয়ে উঠেছে। এমনকি সংস্থাটি হালফিলে ১৪,০০০ কোটি টাকার ইক্যুইটি ইনফিউশন প্রস্তাব করতে চলেছে। জানা যাচ্ছে, উল্লেখিত পরিমাণ টাকার মধ্যে অর্ধেক- ভোডাফোন ইউকে এবং আদিত্য বিড়লা গ্রুপ (ABG) দ্বারা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker