দাগ-আঁচড় কিছুই পড়তে দেবে না! নতুন থাকবে চিরকাল, ভেলকি দেখাবে Apple-র নয়া iPhone

নতুন প্রযুক্তির সাহায্যে Apple, iPhone এর চ্যাসিসে স্ক্র্যাচ প্রতিরোধী মেটাল বা সিরামিক এম্বেড করতে সক্ষম হবে

ভবিষ্যতের Apple iPhone গুলিকে স্ক্র্যাচ বা দাগের হাত থেকে রক্ষা করার জন্য অতিরিক্তভাবে আর ব্যাক কভার কেনার প্রয়োজন হবে না। কেননা, কুপারটিনো ভিত্তিক টেক জায়ান্টটি তাদের আইফোন ডিভাইসের ব্যাক প্যানেল বা চ্যাসিসকে আরও টেকসই করে তোলার নতুন উপায় নিয়ে আসছে। সম্প্রতি Apple এর “স্পেশিয়াল কম্পোজিটস” (Spatial Composites) পেটেন্টটি অনুমোদন লাভ করেছে। এই নতুন প্রযুক্তির সাহায্যে, সংস্থাটি আইফোনের চ্যাসিসে স্ক্র্যাচ প্রতিরোধী মেটাল বা সিরামিক এম্বেড করতে সক্ষম হবে।

 

Apple iPhones -কে স্ক্র্যাচ প্রুফ তৈরি করার কারণ

 

অ্যাপল তাদের পেটেন্টে উল্লেখ করেছে যে – মোবাইল ফোন, ঘড়ি এবং ট্যাবলেটের মতো ডিভাইসগুলি হাত থেকে পড়ে সরাসরি সারফেস স্পর্শ করে। যে কারণে এইসকল ডিভাইসে সহজে ঘষা লাগে বা নষ্ট হয়ে যায়। তাই এই জাতীয় প্রোডাক্টে ব্যবহৃত উপাদানগুলিতে – ঘর্ষণ প্রতিরোধ, ইলেক্ট্রোম্যাগনেটিক শিল্ডিং ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয় ব্যবহার করা উচিত।

সোজা ভাষায় বললে, ইউজারদের অসাবধানতা বা কোনো অঘটনের কারণে দামি আইফোন পড়ে গিয়ে নষ্ট হওয়া বা তাতে আঁচড় লাগার মতো ঘটনাকে প্রতিরোধ করার লক্ষ্যে অ্যাপল স্পেশিয়াল কম্পোজিটস প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে।

 

Apple iPhones তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণের ভাল বা খারাপ দিক

 

টিম কুক পরিচালিত টেক জায়ান্টটি, আইফোন চ্যাসিসে ব্যবহৃত বিভিন্ন উপকরণের সুবিধা এবং অসুবিধা সম্পর্কেও আলোচনা করেছে। যেমন, মেটাল বা ধাতব উপাদান ব্যবহার করলে – ডেন্ট, স্ক্র্যাচ বা ভাঙ্গন প্রতিরোধ করা যেতে পারে ঠিকই, তবে ডিভাইসে রেডিও সিগন্যাল প্রবেশ বা নির্গত হওয়ার ক্ষেত্রে ধাতব চ্যাসিস বাঁধা সৃষ্টি করতে পারে।

 

বিপরীতে, সিরামিক হাউজিং ডিভাইসের প্যানেলকে স্ক্র্যাচ প্রতিরোধী করে তুলবে এবং রেডিও সিগন্যাল চলাচলের পথও খোলা রাখবে। কিন্তু এই ধরণের উপাদান ভঙ্গুর হতে পারে।

 

এছাড়া, প্লাস্টিক ব্যবহার করলে রেডিও সিগন্যালের প্রবেশ ও নির্গমনে কোনো সমস্যা দেখা দেবে না, পাশাপাশি এই ধরণের উপাদান ডিভাইসের বডিকে আরো টেকসইও করে তুলবে। কিন্তু অসুবিধা হল, এগুলি স্ক্র্যাচ বা ডেন্ট রোধী হবে না।

 

Apple কীভাবে উপাদান সংমিশ্রনের সমস্যা কাটিয়ে ওঠার পরিকল্পনা করছে?

 

উপাদান-গত সমস্যা কাটিয়ে ওঠার জন্য অ্যাপলের প্রস্তাবিত সমাধান হল, আইফোনের চ্যাসিসে একাধিক উপাদান ব্যবহার করা হবে। তবে, এই পন্থা অবলম্বনের জন্য সংস্থাটিকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে। যদিও টেক জায়ান্টটি আঁটঘাট বেঁধেই এই কাজে নেমেছে। কেননা, একটি টেকসই ও স্ক্র্যাচ-ফ্রি চ্যাসিস বানানোর জন্য কোন কোন উপকরণ জড়ো করে অ্যাপল কীভাবে তাদের লক্ষ্য পূরণ করবে তা নিয়ে পেটেন্ট জুড়ে আলোচনা করা হয়েছে। যেমন পেটেন্টে উল্লেখ আছে যে, একটি ইলেকট্রনিক ডিভাইসে “ঘর্ষণ-প্রতিরোধী উপকরণ অন্তত আংশিকভাবে হলেও সাবস্ট্রেটে (চ্যাসিস উপাদান) এম্বেড করা উচিত।”

 

এক্ষেত্রে, ঘর্ষণ-প্রতিরোধী উপাদানগুলি ধাতু বা সিরামিক দ্বারা গঠিত হতে পারে। অন্যদিকে, সাবস্ট্রেট মোল্ডেবল ম্যাট্রিক্স দ্বারা গঠিত হয়ে থাকে। জানিয়ে রাখি, ঘর্ষণ-প্রতিরোধী উপাদানগুলি মোল্ডেবল ম্যাট্রিক্সের চেয়ে অধিক কঠিন ও শক্তিশালী হয়। ফলে অ্যাপল হয়তো এই সংমিশ্রণকেই ব্যবহার করতে পারে তাদের আসন্ন আইফোনগুলিতে।

 

“স্পেশিয়াল কম্পোজিটস” (Spatial Composites) পেটেন্টের কৃতিত্ব তিনজন উদ্ভাবককে দেওয়া হয়েছে। যার মধ্যে একজন হল ক্রিস্টোফার ডি প্রিসেট (Christopher D Preset)। জানিয়ে রাখি, প্রিসেট, এর আগে ম্যাগসেফ সিস্টেমে গ্লাস-সিরামিক উপাদান ব্যবহার করার পদ্ধতি নিয়ে কাজ করছেন, যা ডেটার পাশাপাশি পাওয়ার ট্রান্সমিশনের অনুমতি দেয়।

 


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker