OnePlus থেকে Samsung, কম দামে কিনুন সেরার সেরা 5G স্মার্টফোন, ধামাকা সেল আনল Amazon

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon আজ ‘5G Revolution’ নামের একটি নতুন সেলের ঘোষণা করল। এই সেল আগামী ৩১শে মে পর্যন্ত লাইভ থাকবে।

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon আজ ‘5G Revolution’ নামের একটি নতুন সেলের ঘোষণা করল। এই সেল আগামী ৩১শে মে পর্যন্ত লাইভ থাকবে। এই সময়কালে OnePlus, Realme, Samsung, iQOO সহ অন্যান্য নামজাদা ব্র্যান্ডের 5G হ্যান্ডসেটকে ৪০% পর্যন্ত ভারী ডিসকাউন্টের সাথে বিক্রি করা হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, ডিসকাউন্টের পাশাপাশি Amazon 5G Revolution সেলে নো-কস্ট ইএমআই বিকল্প এবং ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পেয়ে যাবেন ক্রেতারা। এছাড়া সেলে তালিকাভুক্ত নির্বাচিত কয়েকটি স্মার্টফোনের সাথে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ২৪ মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন প্রাইম মেম্বারশিপও অফার করা হবে৷ নিচে Amazon 5G Revolution Sale -এ বিভিন্ন রেঞ্জের 5G স্মার্টফোনের সাথে উপলব্ধ কয়েকটি সেরা ডিল সম্পর্কে আলোচনা করা হল…

 

Amazon 5G Revolution Sale-এ 5G স্মার্টফোনের উপর অফার

iQOO 11 5G

Buy Now

আইকো ১১ ৫জি স্মার্টফোনের আসল দাম ৬১,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজন আয়োজিত ৫জি রেভোলিউশন সেল চলাকালীন এটিকে ফ্লাট ১১% বা ৫,০০০ টাকা ছাড়ের সাথে ৫৪,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। এই ফোনের সাথে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৯ মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা পাওয়া যাবে। ফিচার হিসাবে আলোচ্য মডেলে – কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, এবং ২কে রেজোলিউশন ও ১৮০০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত E6 AMOLED ডিসপ্লে পাওয়া যাবে।

 

Redmi Note 12 5G

Buy Now

রেডমি নোট ১২ ৫জি স্মার্টফোনকে সেলে ১৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ডিসকাউন্টের পরিমাণ থাকছে ১৪% বা ৩,০০০ টাকা। অফার হিসাবে, HDFC সহ নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে৷ আবার কিস্তিতে টাকা দিতে চাইলে মাসিক ১,০৬০.৮১ টাকার নো-কস্ট ইএমআই বিকল্প উপলব্ধ। এছাড়া পুরোনো মোবাইলে পরিবর্তন করে এই নয়া ফোনটি কিনলে ১৭,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে। রেডমির এই ৫জি ফোনে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ ৫জি প্রসেসর এবং ৪৮ মেগাপিক্সেলের AI ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

 

Xiaomi 13 Pro

Buy Now

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর চালিত শাওমি ১৩ প্রো স্মার্টফোনকে আগামী ৪দিন অর্থাৎ ৩১শে মে পর্যন্ত ব্যাঙ্ক অফার ও ডিসকাউন্ট সহ ৭১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়া পুরোনো ফোন আপগ্রেড করার ক্ষেত্রে অতিরিক্তভাবে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হবে। উক্ত হ্যান্ডসেটটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৩-ইঞ্চি ২কে E6 AMOLED ডিসপ্লে এবং ৪,৮২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে।

 

OnePlus 10 Pro 5G

Buy Now

ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি স্মার্টফোনকে ক্রেতারা এখন ব্যাঙ্ক অফার এবং ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সাথে ৫৫,৪৯৯ টাকা খরচ করে কিনতে পারবেন। এছাড়া ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও উপলব্ধ থাকছে। এই ৫জি স্মার্টফোনে – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো শুটার যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে।

 

OnePlus 10R 5G

Buy Now

ওয়ানপ্লাস ১০আর ৫জি স্মার্টফোনের দাম সেলে ৩২,৯৯৯ টাকা রাখা হয়েছে। অফার হিসাবে – ৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা উপলব্ধ থাকছে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।

 

Realme Narzo 50 5G

Buy Now

অ্যামাজন ৫জি রেভোলিউশন সেলে রিয়েলমি নারজো ৫০ ৫জি স্মার্টফোনটিকে ব্যাঙ্ক অফার এবং সর্বাধিক ৩,০০০ টাকার এক্সচেঞ্জ অফার সহ মাত্র ১৪,২৪৯ টাকায় উপলব্ধ করা হয়েছে। এতে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি গেমিং প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

 

Samsung M14 5G

Buy Now

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনকে সেলে ১৫,৪৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সাথে ৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হচ্ছে। আলোচ্য গ্যালাক্সি এম-সিরিজের এই হ্যান্ডসেটকে – ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫এনএম প্রসেসিং নোড সম্পন্ন প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।

 

Tecno Phantom X2 Pro 5G

Buy Now

অনলাইন শপিং সাইট অ্যামাজন আয়োজিত এই বিশেষ সেলে, টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি স্মার্টফোনকে ৪৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সাথে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা পাওয়া যাবে। অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য নো-কোস্ট ইএমআই বিকল্পের বৈধতাসীমা ১৮ মাস পর্যন্ত থাকছে। যাইহোক, বিশেষত্ব হিসাবে এই ফোনে – ৪ এনএম প্রসেসিং নোড সম্পন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ ৫জি প্রসেসর এবং ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে বিদ্যমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker