OnePlus এই মুহূর্তে OnePlus 12 নামের একটি নতুন ফ্ল্যাগশিপ ফোনের উপর কাজ করছে। আসন্ন এই স্মার্টফোনটি প্রথমে চীন এবং পরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এক্ষেত্রে এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর থাকবে – CPH2581। যদিও চীনা সংস্করণের মডেল নম্বর এখনো অজানা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে, ডিভাইসটি চলতি মাসের শেষে বা ডিসেম্বরের শুরুতে হোম মার্কেটে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই একাধিক দেশের সার্টিফিকেশন সাইট থেকে হ্যান্ডসেটটি ছাড়পত্র পেয়েছে। আজ আবার OnePlus 12 স্মার্টফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্ট CQC সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেল।
শীঘ্রই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 12
ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটি সম্প্রতি সিবি টেস্ট (CB Test) সার্টিফিকেট পেয়েছে। ‘চায়না কোয়ালিটি সার্টিফিকেশন সেন্টার’ বা সংক্ষেপে CQC দ্বারা জারি করা এই শংসাপত্র নিশ্চিত করেছে যে, আসন্ন এই ডিভাইস ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 5Vdc 2.0A থেকে 5.0-11Vdc 9.1A (সর্বোচ্চ ১০০ ওয়াট চার্জিং) পর্যন্ত পাওয়ার ইনপুট সাপোর্ট করবে।
প্রসঙ্গত, ওয়ানপ্লাসের এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের গ্লোবাল সংস্করণটি হালফিলে – সিঙ্গাপুরের IMDA, সংযুক্ত আরব আমিরাত (UAE) -এর TDRA এবং ইউরোপের EEC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল। আবার ডিভাইসটিকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চেও (Geekbench) দেখা গেছে। এক্ষেত্রে উক্ত বেঞ্চমার্কিংয়ের লিস্টিং অনুসারে, ওয়ানপ্লাস ১২ কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। এটি – ১৬ জিবি র্যাম, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম, এবং অতিরিক্তভাবে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
এছাড়া পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে, ওয়ানপ্লাস ১২ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল Sony LYT-T808 প্রাইমারি সেন্সর এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স হতে পারে।
আরো খবর পাওয়া যাচ্ছে যে, OnePlus 12 স্মার্টফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের সাথেই অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে (সম্ভবত) OnePlus 12R নামের আরেকটি মডেলও ঘোষণা করা হবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে এবং চীনের বাজারে OnePlus Ace 3 নামে লঞ্চ হতে পারে।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.