এত কমে Apple iPhone 14, অবিশ্বাস্য দামে লেটেস্ট আইফোন কিনুন এখান থেকে

Flipkart থেকে খুবই সস্তায় কিনে ফেলুন Apple iPhone 14 মডেল

বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম জুড়ে Apple iPhone 14 মডেলটিকে আকর্ষণীয় ছাড়ের সাথে বিক্রি করা হচ্ছে। যদিও Flipkart -এ আলোচ্য মডেলের সাথে উপলব্ধ ডিসকাউন্ট এবং অফার সর্বাধিক নজর কেড়েছে আমাদের। কারণ উক্ত অনলাইনে সাইটে ৭৯,৯০০ টাকা দামের এই Apple ডিভাইসকে ডিসকাউন্টের সাথে ৭২,০০০ টাকারও কমে তালিকাভুক্ত করা হয়েছে। তবে উপলব্ধ এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টের লাভ ওঠাতে পারলে ডিভাইসটিকে মাত্র ৪৫,৪৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। অর্থাৎ একটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড মোবাইলের দামে লেটেস্ট প্রজন্মের Apple iPhone 14 কেনা যাবে। আপনারা যদি এই সুযোগ হাতছাড়া করতে না চান, তবে এক্ষুনি আমাদের প্রতিবেদন থেকে অফারগুলি দেখে নিন।

 

Flipkart থেকে খুবই সস্তায় কিনে ফেলুন Apple iPhone 14 মডেল

 

অ্যাপল আইফোন ১৪ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা। কিন্তু এটিকে এখন ফ্লিপকার্টে ডিসকাউন্ট সহ ৭১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে আপনারা যদি আরো সস্তায় আলোচ্য অ্যাপল ডিভাইসকে কিনতে চান, তবে ব্যাঙ্ক কার্ড অফ এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে পারেন। এক্ষেত্রে HDFC ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ধার্য মূল্যের উপর ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। যারপর এর দাম কমে ৬৭,৯৯৯ টাকা হয়ে যাবে। আবার পুরোনো আইফোন ট্রেড-ইন করলে ২২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে ১৪তম প্রজন্মের এই আইফোন মডেলকে নূন্যতম ৪৫,৪৯৯ টাকা খরচ করে কেনা সম্ভব। তবে আগেই বলে দিই, আপনাদের পুরানো আইফোনের বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থা, মডেল নম্বর, ব্যাটারির স্বাস্থ্য এবং ক্রয়ের বছরের উপর নির্ভর করবে এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ।

 

Apple iPhone 14 -এর স্পেসিফিকেশন

 

অ্যাপল আইফোন ১৪ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটি ফ্লাট-এজ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এসেছে। আর ডিসপ্লে প্যানেল সুরক্ষিত রাখার জন্য এই ডিভাইসে সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে। এতে ৬.১-ইঞ্চির (২,৫৩২×১,১৭০ পিক্সেল) সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস, P3 ওয়াইড কালার গ্যামেট, ডলবি ভিশন এবং HDR টেকনোলজি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই মডেলে সংস্থার নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে আইওএস ১৬ প্রি-লোডেড থাকছে। এটি ৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। তদুপরি বায়োমেট্রিক সিকিউরিটি অপশন হিসেবে এতে ফেস আইডি উপলব্ধ।

 

ক্যামেরা বিভাগের কথা বললে, Apple iPhone 14 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এই রিয়ার ক্যামেরা সেটআপ নতুন স্টেবিলাইজেশন ফিচার, ডিপ ফিউশন ও অ্যাকশান মোড সাপোর্ট করে। LED ফ্ল্যাশ লাইটটি ক্যামেরা মডিউলের ভিতরে স্থাপন করা হয়েছে। এদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আইফোন ১৪ -এর পরিমাপ ১৪৬.৭x৭১.৫x৭.৮ মিমি এবং ওজন ১৭২ গ্রাম। এটি IP68 সার্টিফাইড, ফলে জল ও ধুলো প্রতিরোধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker