মারকাটারি ফিচার সহ Oppo Reno 10 ও Reno 10 Pro আগামী ২৪ মে লঞ্চ হবে, শুরু হল প্রি-অর্ডার

Oppo Reno 10 ও Oppo Reno 10 Pro আগামী ২৪ মে চীনে লঞ্চ হবে

Oppo তাদের পরবর্তী Reno সিরিজের ফোন লঞ্চের তোড়জোড় শুরু করল। কোম্পানির তরফে জানানো হয়েছে Oppo Reno 10 ও Oppo Reno 10 Pro আগামী ২৪ মে চীনে লঞ্চ হবে। পাশাপাশি আজ থেকেই এদের প্রি-অর্ডার শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। Oppo-র অনলাইন স্টোর থেকে ডিভাইসগুলি বুকিং করা যাবে।

 

এর আগে জানা গিয়েছিল, Oppo Reno 10 ফোনে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪১২ x ১০৮০ পিক্সেল) ওলেড কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ও ১২ জিবি র‌্যাম। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

 

ক্যামেরার কথা বললে ওপ্পো রেনো ১০ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৬৪বি প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড লেন্স ও ২এক্স জুম সহ ৩২ মেগাপিক্সেল আইএমএক্স৭০৯ টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট ক্যামেরা।

 

অন্যদিকে Oppo Reno 10 Pro ফোনে থাকবে ৬.৭৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২২০ x ২৭১২ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর। ডিভাইসটি ১২ বা ১৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। এই ফোনে দেওয়া হবে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

 

Oppo Reno 10 সিরিজ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট কালারওএস কাস্টম স্কিনে চলবে। আবার ফোন দুটি ব্রিলিয়ান্ট গোল্ড, কালারফুল ব্লু, মুন সি ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker