ক্যামেরা থেকে চার্জিং, চমকের ছড়াছড়ি, লঞ্চের Realme Narzo N53 এর ফিচার প্রকাশ্যে এল

রিয়েলমি (Realme) আগামী ১৮ মে ভারতে Narzo N53 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে।

রিয়েলমি (Realme) আগামী ১৮ মে ভারতে Narzo N53 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানি ফোনের রিয়ার প্যানেলের ডিজাইনটি প্রকাশ করেছে এবং এটিকে প্রোমোশনাল টিজারে সবচেয়ে স্লিম রিয়েলমি স্মার্টফোন হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এখন, আসন্ন Realme Narzo N53-এর মাইক্রোসাইট এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

 

Realme Narzo N53-এর প্রধান স্পেসিফিকেশন

 

রিয়েলমি দ্বারা শেয়ার করা টিজার অনুসারে, নার্জো এন৫৩ একটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। এই ফোনে মাত্র ৩৪ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ পূর্ণ হবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি অতিরিক্ত টেম্পারেচার প্রোটেকশন সহ আসবে। টিজারে রিয়েলমি নার্জো এন৫৩-তে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে সেকেন্ডারি লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ যুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

পূর্বের টিজার অনুসারে, নার্জো এন৫৩ পূর্ববর্তী প্রজন্মের আইফোন সিরিজের প্রো মডেলগুলির মতো ডিজাইনের সাথে আসবে। এর ব্যাক প্যানেলে গোল্ড ফিলামেন্ট কোটিং এবং ক্যালিফোর্নিয়া সানশাইন শেড দেখা যাবে। এর ভলিউম রকার এবং পাওয়ার বাটনগুলি ফোনের ডানদিকে অবস্থান করবে। আর এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে৷ ফোনের সামনের দিকে, একটি ওয়াটারড্রপ নচ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। রিয়েলমি নার্জো এন৫৩ হবে ৭.৪৯ মিলিমিটার স্লিম।

 

এগুলি ছাড়া, Realme Narzo N53-এর অন্যান্য মূল স্পেসিফিকেশনগুলি এখনও অজানাই রয়েছে। তবে শোনা যাচ্ছে, এই স্মার্টফোনটি ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ-এর মতো কনফিগারেশনে আসবে। এটি ১৬ জিবি পর্যন্ত ডাইনামিক ভার্চুয়াল র‍্যাম অফার করবে। আসন্ন ডিভাইসটি গোল্ড এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেতে পারে। আশা করা যায়, লঞ্চ ইভেন্টের আগে Realme Narzo N53 সম্পর্কে আরও কিছু তথ্য বিশদে প্রকাশ করবে সংস্থা।


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker