iPhone 15 সিরিজ অ্যাপল (Apple)-এর প্রথা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে৷ বছরের শেষে চারটি নতুন আইফোনের ঘোষণা বলে আশা করা হচ্ছে৷ এগুলি হল স্ট্যান্ডার্ড iPhone 15, বড় স্ক্রিন যুক্ত iPhone 15 Plus, iPhone 15 Pro এবং টপ-এন্ড iPhone 15 Pro Max। ইতিমধ্যেই যেসব খবর সামনে সামনে এসেছে তার উপর ভিত্তি করে বলা যায় যে, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল দুটি ব্যাপক আপগ্রেডের সাথে আসবে। একটি নতুন পেরিস্কোপ লেন্স এবং টাইটানিয়াম নির্মিত চ্যাসিস সহ একাধিক উন্নতি পরিলক্ষিত হবে iPhone 15 Pro সিরিজে। আবার, নন প্রো মডেলগুলি বর্তমান প্রজন্মের iPhone 14 এবং 14 Plus-এর তুলনায় কিছু ক্রমবর্ধমান আপগ্রেড অফার করবে। আর এখন, একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে iPhone 15 এবং 15 Plus-এ একটি বিশাল ক্যামেরা আপগ্রেড দেখাতে পাওয়া যাবে৷ আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
iPhone 15 এবং 15 Plus-এ মিলবে নয়া উচ্চতর রেজোলিউশনের প্রাইমারি ক্যামেরা
ম্যাকরিউমার্স দাবি করেছে যে, নন-প্রো আইফোন ১৫ মডেলগুলি একটি নতুন ক্যামেরা সেন্সরের সাথে বাজারে আসবে৷ এ বছর স্ট্যান্ডার্ড এবং প্লাস মডেলগুলির রিয়ার প্যানেলে একটি নতুন ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে৷ প্রসঙ্গত, অ্যাপল তাদের লেটেস্ট আইফোন ১৪ প্রো সিরিজে প্রথমবারের জন্য একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। উচ্চতর রেজোলিউশন যুক্ত সেন্সর ৪৮ মেগাপিক্সেল প্রোআরএডাব্লিউ (ProRAW)-এর জন্য সাপোর্ট সহ নতুন ক্যামেরা ফিচারগুলিকে সক্ষম করেছে।
যদি, আইফোন ১৫ এবং ১৫ প্লাস-এ একটি নতুন ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার দাবিটি সত্য প্রমাণিত হয়, তবে এটি হবে বেস মডেলের জন্য আইফোন সিক্সএস-এর পর প্রথম বড় ক্যামেরা রেজোলিউশন আপগ্রেড। জানিয়ে রাখি, অ্যাপল ২০১৫ সালে লঞ্চ হওয়া iPhone 6s-এ একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ক্যামেরা সেটআপটি আপগ্রেড করেছিল। উল্লেখ্য, রেজোলিউশন একই থাকলেও, অ্যাপল সময়ের সাথে সাথে সেন্সরের আকার আপগ্রেড করেছে।
এছাড়া, জানা গিয়েছে iPhone 15 সিরিজের নন-প্রো মডেলগুলিতে একটি নতুন থ্রি-স্ট্যাকড সেন্সর থাকবে যা উন্নত গুণমানের ছবির জন্য আরও আলো ক্যাপচার করতে পারবে। iPhone 15 লাইনআপের এবার ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। Pro মডেলগুলিতে দেখা যাবে টাইটানিয়াম ফ্রেম, আপগ্রেডেড এ১৭ বায়োনিক প্রসেসর এবং আরও বেশি র্যাম। এখনও পর্যন্ত iPhone 15 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।
Apple iPhone 15 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার
iPhone 15 এবং 15 Pro-এ ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে দেখা যাবে, যেখানে 15 Plus এবং 15 Pro Max ৬.৭ ইঞ্চির ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। অ্যাপলের ১২০ হার্টজ প্রোমোশন প্রযুক্তি এ বছরও প্রো মডেলগুলির জন্য এক্সক্লুসিভ হবে। তবে চারটি আইফোন মডেলেই অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ফিচারটি থাকবে।
Pro মডেলগুলির রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং একটি লিডার সেন্সর থাকবে। iPhone 15 Pro-তে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে। আর iPhone 15 Pro Max-এ টেলিফটো লেন্সের পরিবর্তে একটি নতুন পেরিস্কোপ সেন্সর অবস্থান করবে, যা ৬x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে।
অন্যদিকে, iPhone 15 এবং 15 Plus-এর ব্যাক প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। একটি ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড ক্যামেরার সাথে নতুন ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যুক্ত থাকবে। ডিভাইসগুলি এ১৭ বায়োনিক চিপসেট দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আইকনিক সুইচ ডিজাইনের পরিবর্তে Pro মডেলগুলিতে একটি নতুন মিউট বাটন থাকবে। চারটি আইফোনই আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে রান করবে।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.