আপনি যদি নিজের জন্য একটি নতুন ইয়ারফোন বা ইয়ারবাডস কেনার পরিকল্পনা করে থাকেন তবে এটাই উত্তম সময়! কেননা Amazon Great Summer এবং Fipkart Big Saving Days সেল সবে শুরু হয়েছে। আর উভয় সেলেই অডিও সেগমেন্টের বিভিন্ন প্রোডাক্টকে অত্যন্ত সস্তায় বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে নয়া ইয়ারবাডস কেনার জন্য আপনার বাজেট যদি আঁটোসাঁটো হয়, তবে আমাদের এই প্রতিবেদন থেকে উক্ত সেল দুটিতে তালিকাভুক্ত সেরা ৫টি অডিও ডিভাইস সম্পর্কে জেনে নিতে পারেন। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি মডেলের দাম ৩,০০০ টাকার কম থাকছে।
Amazon Great Summer এবং Fipkart Big Saving Days সেলে ইয়ারবাডসের উপর অফার
Flexnest Flexdubs : ১,৯৯৯ টাকা
অডিও সেগমেন্টে ফ্লেক্সনেস্ট -এর নাম অপরিচিত হলেও, ব্র্যান্ডটি দুর্দান্ত অডিও ডিভাইস নির্মাণ করে। উক্ত সংস্থার প্রথম ওয়্যারলেস ইয়ারবাড ফ্লেক্সনেস্ট ফ্লেক্সডাবস মডেলটিকে এই সেলের মরসুমে আপনি খুবই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন৷ এটি ভাল ইন-ইয়ার ফিট অফার করে এবং ওজনে খুবই হালকা৷ বিশেষত্ব হিসাবে, এই ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সাপোর্ট করে।
Oppo Enco Air 3 : ২,৯৯৯ টাকা
ওপ্পো এনকো এয়ার ৩ মডেলে ANC এবং স্প্যাশিয়াল অডিও -এর মতো ট্রেন্ডি ফিচারের অভাব লক্ষ্যণীয়। তাসত্ত্বেও ডিভাইসটি পরিষ্কার এবং ‘ব্যালেন্সড’ অডিও প্রদান করে। উক্ত ইয়ারবাডসকে ‘হেইমেলোডি’ (HeyMelody) অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যাবে, যা অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের সাথেই সমঞ্জস্যপূর্ণ। ডিজাইনের কথা বললে, ওপ্পোর এই অডিও ডিভাইসটি Apple AirPods -এর অনুরূপ হার্ড কেস ডিজাইন সহ এসেছে। চার্জিং কেসটি প্লাস্টিক বডি-বিল্ড এবং সুন্দর ফিনিশিং অফার করে।
Realme Buds Air 3 Neo : ১,৮৯৯ টাকা
আপনি যদি আরো সস্তায় একটি ইয়ারফোন কিনতে চান, তবে রিয়েলমি বাডস এয়ার ৩ নিও মডেলটি আপনার জন্য আদর্শ। এটি অত্যন্ত কমপ্যাক্ট ডিজাইনের সাথে এসেছে এবং ওজনেও যথেষ্ট হালকা। সামগ্রিকভাবে, বাডগুলি নো-ফ্রিল পারফরম্যান্স অফার করে এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
Jabra Elite 2 : ২,৪৭০ টাকা
জাবরা এলিট ২ ইয়ারবাডস -কেও কম দামের সাথে কেনা যাবে অ্যামাজন ও ফ্লিপকার্ট সেল থেকে। এই ইয়ারবাড পর্যাপ্ত স্বচ্ছতা এবং বেস সহ দুর্দান্ত অডিও কোয়ালিটি অফার করে। যদিও এতে ANC ফিচার সাপোর্ট করে না। তবে এতে থাকা নয়েজ আইসোলেশন ফিচার ব্যবহারকারীদের হতাশ করবে না। সংস্থার দাবি অনুসারে, ডিভাইসটির কেস একক চার্জে ২১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এই ইয়ারবাডসে ভয়েস কল রিসিভ করার জন্য অনবোর্ড মাইকও আছে।
OnePlus Nord Buds : ২,৭৯৯ টাকা
ওয়ানপ্লাস নর্ড বাডস মডেলটিও ভয়েস ফোন কলের জন্য ইন-বিল্ট মাইক সহ এসেছে। যদিও এতে অটোমেটিক ওয়্যার ডিটেক্টশন এবং ANC ফিচারের অভাব রয়েছে। তবে ডিভাইসটি ডিফল্ট রূপে গভীর বেস যুক্ত অডিও অফার করে। আর ওয়ানপ্লাস জানিয়েছে, নর্ড-সিরিজের এই ইয়ারফোন একক চার্জে একটানা ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.