Infinix আজ ভারতে নতুন দুটি স্মার্ট টিভি লঞ্চ করে তাদের টেলিভিশন রেঞ্জকে আরো সম্প্রসারিত করল। X3IN সিরিজের নতুন এই দুটি মডেল হল Infinix 32X3IN এবং 43X3IN। স্মার্ট টিভি দুটি সাশ্রয়ী মূল্যে এসেছে। যদিও এগুলিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত টিভিগুলিতে পাওয়া যাবে বিল্ট-ইন গুগল অ্যাসিস্টেন্ট, ক্রোম কাস্ট এবং প্লে স্টোরের সুবিধা। তাছাড়া প্রত্যেকটি টিভির সাথে দেওয়া হবে একটি করে স্মার্ট রিমোট। চলুন দেখে নেওয়া যাক নতুন Infinix 32X3IN এবং 43X3IN স্মার্ট টিভি দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Infinix 32X3IN এবং 43X3IN-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Infinix 32X3IN এবং 43X3IN স্মার্ট টিভি দুটি দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৯,৭৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা। উভয় মডেলই আগামী ১৮ মে থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনার জন্য উপলব্ধ হবে।
Infinix 32X3IN এবং 43X3IN-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Infinix 32X3IN স্মার্ট টিভিটি এইচডি রেজোলিউশনের ৩২ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছে। অন্যদিকে 43X3IN মডেলটিতে দেওয়া হয়েছে ৪৩ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। উভয় স্মার্ট টিভিতে ২৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করার পাশাপাশি এমইএমসি, এইচএলজি এবং এইচডিআর সাপোর্ট করবে। শুধু তাই নয়, দুর্দান্ত কোয়ালিটির পিকচার সরবরাহ করার জন্য এগুলিতে থাকছে একটি এপিক ইঞ্জিন। আবার স্মার্ট টিভিগুলির অডিও প্রসঙ্গে বলতে গেলে, এগুলিতে রয়েছে ডলবি অডিও দ্বারা চালিত ২০ ওয়াট বক্স স্পিকার।
অন্যদিকে, নয়া টিভিগুলি কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত। এর সাথে থাকছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্মার্ট টিভিগুলি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম রান করবে এবং এগুলিতে বিল্ট-ইন গুগল অ্যাসিস্ট্যান্ট, ক্রোমকাস্ট এবং প্লে স্টোর উপলব্ধ। আবার টিভিগুলোর সাথে যে ব্লুটুথ এনাবেল স্মার্ট রিমোট দেওয়া হচ্ছে, তাতে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউবের জন্য নির্দিষ্ট বটন।
তদুপরি Infinix 32X3IN এবং 43X3IN টিভি গুলির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং একটি ইথারনেট পোর্ট।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.