৫০০ টাকা ছাড়, Amazfit Pop 3S স্মার্টওয়াচের সেল শুরু হল, জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না

ভারতীয় বাজারে Amazfit Pop 3S স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা

চলতি মাসের প্রথম দিকে ভারতে লঞ্চ করা হয় Amazfit ব্র্যান্ডের নতুন স্মার্টওয়াচ Amazfit Pop 3S। এবার এই স্মার্ট ওয়্যারেবল প্রোডাক্টটি বাজারে কেনার জন্য উপলব্ধ হল। প্রসঙ্গত উল্লেখ্য, এটি Amazfit Pop 2 স্মার্টওয়াচের উত্তরসূরী হিসাবে এসেছে। ব্লুটুথ কলিং ফিচারযুক্ত নয়া স্মার্টওয়াচে রয়েছে একধিক হেলথ সেন্সর ও স্পোর্টস মোড। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ১২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit Pop 3S স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

 

Amazfit Pop 3S-এর দাম ও লভ্যতা

 

ভারতীয় বাজারে Amazfit Pop 3S স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি সিলভার এবং ব্ল্যাক কালারের সিলিকন স্ট্র্যাপ অপশনে এসেছে। পাশাপাশি ক্রেতারা চাইলে মেটালিক সিলভার কালার অপশনও পাবেন। সেক্ষেত্রে ঘড়িটির দাম পড়বে ৩,৯৯৯ টাকা। বর্তমানে এটি ই কমার্স সাইট অ্যামাজন এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

 

 

Amazfit Pop 3S-এর স্পেসিফিকেশন ও ফিচার

 

নবাগত Amazfit Pop 3S স্মার্টওয়াচটি ১.৯৬ ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে, যা অলওয়েজ ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে এবং এর রেজোলিউশন ৫০২x ৪১০ পিক্সেল। শুধু তাই নয়, এর ডিসপ্লের উপর থাকছে ২.৫ডি কার্ভড গ্লাসের আচ্ছাদন। আবার এই ডিসপ্লের চারপাশে মেটালিক মিড ফ্রেম এবং ধারে একটি একটি বাটন উপস্থিত।

 

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার, স্ট্রেস মনিটর উপলব্ধ। এছাড়া ঘড়িটিতে পাওয়া যাবে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। তদুপরি ওয়্যারেবলটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল এবং ব্লুটুথ কলিং ফিচার।

 

এবার আসা যাক Amazfit Pop 3S স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ১২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker