120W ফাস্ট চার্জিং ও স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর সহ ঝড় তুলতে আসছে Realme GT Neo 6

Realme GT Neo 6 SE ফোনটি গত মাসেই হোম মার্কেট চীনে লঞ্চ হয়েছে।

Realme GT Neo 6 SE ফোনটি গত মাসেই হোম মার্কেট চীনে লঞ্চ হয়েছে। আজই একটি সূত্র মারফৎ জানা গেছে যে স্ট্যান্ডার্ড Realme GT Neo 6 স্মার্টফোনটি চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম, জিংডং (Jingdong) প্ল্যাটফর্মে রিজার্ভেশনের জন্য তালিকাভুক্ত হয়েছে। আর এখন, ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় স্মার্টফোনটির আগমনের বিষয়ে জানিয়ে একটি টিজার প্রকাশ করেছে। Realme GT Neo 6 সর্ম্পকে কি কি তথ্য প্রকাশ করা হয়েছে এই টিজারে, আসুন জেনে নেওয়া যাক।

 

 

Realme GT Neo 6 আনুষ্ঠানিকভাবে Snapdragon 8s Gen 3 এর সাথে টিজ করেছে

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবোতে কোম্পানির শেয়ার করা টিজারটি নিশ্চিত করেছে যে, রিয়েলমি জিটি নিও ৬ মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। কোম্পানি জানিয়েছে যে, এটি পারফরম্যান্সে অষ্টম স্থানে রয়েছে এবং খুব শীঘ্রই বাজারে আসছে। লঞ্চের সঠিক তারিখ এখনও ঘোষণা না করা হলেও, আশা করা যায় যে ব্র্যান্ডটি ডিভাইসটির সম্পর্কে জানাতে আগামী দিনে আরও টিজার প্রকাশ করবে।

 

বলা বাহুল্য, রিয়েলমি জিটি নিও ৬ ফোনটি গত বছর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা রিয়েলমি জিটি নিও ৫ ফোনের উত্তরসূরি হিসেবে আসবে। আসন্ন জিটি নিও সিরিজের হ্যান্ডসেটটির মূল স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই বেশ কিছুবার অনলাইনে ফাঁস হয়েছে। এক রিটেইলার সাইটের সাম্প্রতিক লিস্টিং অনুসারে, ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এটি ১ টিবি স্টোরেজ এবং বিশাল ২৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

 

এছাড়া, Realme GT Neo 6 ফোনটির বেশকিছু স্পেসিফিকেশন সদ্য উন্মোচিত Realme GT Neo 6 SE-এর মতো হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, এটিতেও ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসটি পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। Realme GT Neo 6 এবং GT Neo 6 SE সম্ভবত প্রসেসর, ব্যাটারি চার্জিংয়ের গতি এবং ক্যামেরার ক্ষেত্রে আলাদা হতে পারে। খুব শীঘ্রই Realme GT Neo 6 সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে বলে আশা করা যায়।


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker