Nokia C32: দেশে নোকিয়ার নতুন বাজেট ফোন, খুব সস্তায় 50MP ক্যামেরা, ওয়াটারপ্রুফ ফিচার

Nokia C32 ফোনটি আগামী ২৩ মে এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে।

নোকিয়া (Nokia) ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে Nokia C32 স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছিল। যদিও কোম্পানি এখনও ভারতের বাজারে এই হ্যান্ডসেটটি লঞ্চ করেনি। তবে এখন একটি নতুন দাবি করা হয়েছে যে, Nokia C32 ফোনটি আগামী ২৩ মে এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে। এছাড়াও, ফোনটির দামের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিবরণ প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে লঞ্চের আগে Nokia C32 স্পেসিফিকেশন, ফিচার এবং ভারতীয় মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

 

Nokia C32-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম

 

৯১মোবাইলস হিন্দি দাবি করেছে, নোকিয়া সি৩২ ফোনটি আগামী ২৩ মে ভারতের বাজারে লঞ্চ হবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, এর দাম দেশে প্রায় ৯,৯৯৯ টাকা হতে পারে, তবে এটি প্রাথমিক মূল্য হতে পারে। জানা গিয়েছে, নোকিয়া সি৩২ ভারতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আসবে।

 

এই হ্যান্ডসেটে ওয়াটারড্রপ নচ ডিজাইন এবং ৭২০×১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। নোকিয়া সি-সিরিজের স্মার্টফোনটি ইউনিসক এসসি৯৮৬৩এ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। তবে এর মেমরি আরও ৩ জিবি পর্যন্ত প্রসারিত করা যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

 

ফটোগ্রাফির জন্য, Nokia C32-এ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia C32-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

 

নিরাপত্তার জন্য, ফোনটিত সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। জল ও ধুলো প্রতিরোধের জন্য, Nokia C32 আইপি৫২ (IP52) রেটিংয়ের সাথে এসেছে এবং এটি একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করে। হ্যান্ডসেটটির ওজন ১৯৯.৪ গ্রাম এবং এর পরিমাপ ১৬৪.৬ × ৭৫.৯ × ৮.৫৫ মিলিমিটার। কানেক্টিভিটির ক্ষেত্রে, C32 ডুয়েল-সিম, ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং গ্লোনাস অফার করে।

 

দামের ক্ষেত্রে, ইউরোপের মার্কেটে Nokia C32-এর ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৩৯ ইউরো (প্রায় ১২,৫০০ টাকা)। তবে ফোনটি ভারতীয় বাজারে ৪ জিবি র‍্যাম সহ আসবে এবং দাম ১০,০০০ টাকার কম হতে পারে। ইউরোপে নোকিয়া সি৩২ বিচ পিঙ্ক, অটাম গ্রিন, মিন্ট এবং চারকোল – এই চারটি কলার অপশনে উপলব্ধ। তবে নোকিয়া ভারতের বাজারে এই চারটি কালার ভ্যারিয়েন্ট আনবে কিনা, তা স্পষ্ট নয়।


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker