4G চালুর আগেই BSNL এর জন্য সুখবর, এই রাজ্যে একমাসে বিক্রি হল ২ লক্ষের বেশি সিম

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে, অন্ধ্রপ্রদেশে BSNL এর মোট সিম অ্যাক্টিভেশনের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। আর সম্প্রতি ভারত সঞ্চয় নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল স্বয়ং জানিয়েছে, তারা অন্ধ্রপ্রদেশে জুলাই মাসে আরো ২.১৭ লক্ষ নতুন কানেকশন সক্রিয় করেছে। আর এই ঘটনাটি ঘটেছে বেসরকারি টেলিকম সংস্থাগুলির ট্যারিফ বৃদ্ধির পর। উল্লেখ্য, জুলাই মাসের শেষ সপ্তাহে অন্ধ্রপ্রদেশে ১ লক্ষ সিম চালুর মাইলফলকও অতিক্রম করেছে বিএসএনএল।

 

চালু হচ্ছে বিএসএনএল ৪জি পরিষেবা

আগামী ১৫ই আগস্ট থেকে বিএসএনএল অন্ধ্রপ্রদেশের প্রধান শহরগুলিতে ৪জি পরিষেবা চালু করতে চলেছে। বর্তমানে গ্রাহকরাও বিএসএনএল নতুন কানেকশন ব্যবহার করার জন্য বেশ আগ্রহী হয়ে উঠেছে এবং নতুন সিম সংগ্রহ করতে শুরু করেছে। ইতিমধ্যেই বিএসএনএল পুরানো গ্রাহকদেথ সিম কার্ড ২জি থেকে ৪জি-তে পরিবর্তন করার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছে।

 

প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও পৌঁছে যাবে বিএসএনএল

রিপোর্ট অনুযায়ী, বিএসএনএল অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রামগুলিতে ১,২০০টি নতুন টাওয়ার স্থাপন করে তাদের নেটওয়ার্ক প্রসারিত করেছে। এছাড়াও, বিএসএনএল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে রাজ্যের প্রতিটি অঞ্চলে তাদের পরিষেবা সক্রিয় থাকবে। এখন অ্যান্টেনা, বেস ট্রান্সিভার স্টেশন (বিটিএস) এবং মূল নেটওয়ার্কের কাজগুলি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট অনুযায়ী বিএসএনএল-এর এক উর্ধ্বতন কর্মচারী জানিয়েছেন যে, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, পূর্ব গোদাবরী, কুরনুল এবং অন্যান্য জেলার গ্রামগুলিতে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ বিএসএনএল পরিষেবা পৌঁছে যাবে।

 

সুতরাং, এবার আশা করা যায় অন্ধ্রপ্রদেশের ব্যবহারকারীরা সেপ্টেম্বরের শেষ নাগাদ রাজ্যজুড়ে ৪জি পরিষেবা উপভোগ করতে পারবেন। তবে, এর জন্য তাদের অবশ্যই একটি বিএসএনএল ৪জি সিম এবং ৪জি হ্যান্ডসেট ব্যবহার করতে হবে।

 

নতুন গ্রাহকদের জন্য জনপ্রিয় রিচার্জ প্ল্যান

নতুন বিএসএনএল‌ গ্রাহকরা ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি বেশ পছন্দ করছেন, যেটি ৪৫ দিনের ভ্যালিডিটি অফার করে। এছাড়া, এটি আনলিমিটেড কল এবং প্রত্যেকদিন ১০০টি এসএমএস সহ রোজ ২ জিবি ডেটাও প্রদান করে থাকে।


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker