Bajaj Dominar: পালসার 400 স্রেফ ট্রেলার, এবার নতুন ডমিনার আনতে চলেছে বাজাজ

দীর্ঘদিন Bajaj Dominar ব্র্যান্ড উল্লেখযোগ্য কোন আপডেট পায়নি। এবারে ক্রেতাদের বহুদিনের হাপিত্যেশ পূরণ করতে চলেছে বাজাজ অটো (Bajaj Auto)।

দীর্ঘদিন Bajaj Dominar ব্র্যান্ড উল্লেখযোগ্য কোন আপডেট পায়নি। এবারে ক্রেতাদের বহুদিনের হাপিত্যেশ পূরণ করতে চলেছে বাজাজ অটো (Bajaj Auto)। বড়সড় আপডেট সমেত আসতে চলেছে এই বাইক। সম্প্রতি Pulsar NS400Z লঞ্চের মঞ্চ থেকে একথা ঘোষণা করেছিলেন বাজাজ অটো’র (Bajaj Auto) কার্যনির্বাহী আধিকারিক রাকেশ শর্মা। ২০১৭-তে প্রথম লঞ্চের পর থেকে পালসার ব্র্যান্ডের মতো বাজারে দাগ কাটতে পারেনি ডমিনার। তাই নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে বাজাজ।

 

Bajaj Dominar 400 ও Bajaj Dominar 250-র আপডেট ভার্সন আসছে

বর্তমানে বাজাজ ডমিনার ৪০০ ও ২৫০ সিসি ইঞ্জিন সমেত অফার করা হয়। এমনকি ৪০০ সিসি মডেলের ৩৭৩ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটিই Bajaj Pulsar NS400Z-এ দেওয়া হয়েছে। এটি থেকে উৎপন্ন হয় ৩৯ বিএইচপি পাওয়ার এবং ৩৫ এনএম টর্ক। এতে উপস্থিত ৬-স্পিড গিয়ারবক্স।

 

Dominar রেঞ্জে নতুন ফিচার্স, ডিজাইনে আপডেট দেওয়া ছাড়া আরও বেশ কিছু পরিবর্তন ঘটাবে বাজাজ। বাইকটির লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে মুখ খোলেনি সংস্থা। ফিচার্সের তালিকায় একাধিক রাইডিং মোড সহ রাইড বাই ওয়্যার, ট্রাকশান কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি সহ নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এবং টার্ন বাই টার্ন নেভিগেশন যুক্ত হতে পারে। আবার নতুন গ্রাফিক্স ও কালার অপশনের দেখা মিলতে পারে।

 

Dominar 400 ও Dominar 250-র কারিগরিতেও হাত দিতে পারে বাজাজ। নয়া ভার্সনে বৃহত্তর ফুয়েল ট্যাঙ্ক পরিলক্ষিত হতে পারে। ফলে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে ব্যবহারকারীর জন্য সুবিধাদায়ক হবে। ২.৩১ লাখ টাকা (এক্স-শোরুম) দামের Bajaj Dominar 400-র প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Royal Enfield Classic 350, Jawa 350, Harley-Davidson X440। অন্যদিকে ১.৮৫ লাখ টাকা (এক্স-শোরুম) মূল্যের Bajaj Dominar 250-র প্রতিদ্বন্দ্বীদের তালিকায় আছে Suzuki Gixxer 250, TVS Ronin 225, Yamaha FZ25 ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker