অনলাইন পেমেন্টে দরকার নেই PIN, চালু হল PhonePe UPI Lite পরিষেবা, কীভাবে কাজে লাগাবেন

অবশেষে PhonePe, UPI Lite ফিচার চালু করেছে। এর মাধ্যমে ইউজাররা আরও চটজলদি পেমেন্ট করতে সক্ষম হবেন।

সাধারণ মানুষের অনলাইন পেমেন্ট পরিষেবার ওপর নির্ভরশীলতার কথা মাথায় রেখে UPI প্ল্যাটফর্মগুলি একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। আর সম্ভবত এই পদক্ষেপের অংশ হিসেবেই এবার ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন পেমেন্ট অ্যাপ PhonePe, UPI পিন ছাড়া পেমেন্ট করার সুবিধা চালু করেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, Paytm-এর মত প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলির ন্যায় এই সংস্থাটিও অবশেষে তাদের অ্যাপে UPI Lite ফিচার চালু করেছে। এই নতুন UPI Lite-এর মাধ্যমে ইউজারদের ছোটখাটো পেমেন্ট করার ব্যাপারটি সহজতর এবং দ্রুত হয়ে যাবে। এক্ষেত্রে UPI ব্যবহারকারীরা এক ট্যাপে ২০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। আসুন এখন বিষয়ে দু-চার কথা জেনে নিই…

 

যেকোনো জায়গায় যেকোনো সময় ব্যবহার করা যাবে PhonePe UPI Lite

 

নতুন ফিচার সম্পর্কে ফোনপে বলেছে যে, তাদের এই ইউপিআই লাইট অপশনটি দেশের সমস্ত বড় ব্যাঙ্কের সমর্থন পাবে। ইউজাররা এটি ব্যবহার করে গোটা দেশ জুড়ে যেকোনো ইউপিআই মার্চেন্ট বা কিউআর (QR) কোডে টাকা পেমেন্ট করতে পারবেন। তবে এর জন্য আগ্রহীদের ফোনপে-তে ইউপিআই লাইটে আগে থেকে কিছুটা ব্যালেন্স সংরক্ষণ করে রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইউজাররা ফোনপের ইউপিআই লাইট অ্যাকাউন্টে ২,০০০ টাকা পর্যন্ত সংরক্ষণ করে রাখতে এবং একবারে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন।

 

কীভাবে PhonePe UPI Lite সক্রিয় করবেন?

 

ফোনপে ব্যবহারকারীরা কোনো কেওয়াইসি (KYC) ভেরিফিকেশন ছাড়াই অত্যন্ত সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে ইউপিআই লাইট বৈশিষ্ট্যটি সক্রিয় করতে পারবেন। এর জন্য –

 

১. প্রথমে আগ্রহীকে ফোনপে অ্যাপে যেতে হবে।

 

২. এরপরে, ইউপিআই লাইট ফিচার এনাবেল করার বিকল্পটি হোম স্ক্রিনে দেখা গেলে তাতে ক্লিক করতে হবে।

 

৩. পরবর্তী ধাপে ইউপিআই লাইটের মাধ্যমে যে পরিমাণ টাকা পাঠাতে চান, সেই অ্যামাউন্ট লিখে বেছে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

 

৪. সবশেষে নিজের ইউপিআই পিন লিখলেই ইউপিআই লাইট অ্যাকাউন্ট বা পরিষেবা সক্রিয় হয়ে যাবে।

 

আগেই UPI Lite ফিচার এনেছে Paytm

 

মনে করিয়ে দিই, আরেক জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেটিএম (Paytm) গত ফেব্রুয়ারিতে ইউপিআই লাইট ফিচার চালু করেছে, যাতে পিন ছাড়াই ইউপিআই পেমেন্ট করা যাবে। এক্ষেত্রে প্রয়োজন হবেনা ইন্টারনেট কানেকশনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker