এই মুহূর্তে গোটা বিশ্বে WhatsApp-এর ২.২৪ বিলিয়ন অ্যাক্টিভ মান্থলি (মাসিক) ইউজার রয়েছে। আর এই বিশাল সংখ্যক ইউজারবেসকে খুশি রাখা তথা জনপ্রিয়তা বজায় রাখার উদ্দেশ্যে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিও প্রায়ই নতুন ফিচার বা আপডেট নিয়ে আসছে। সেক্ষেত্রে নিজের মেসেজিং পরিষেবাকে আরও মজাদার এবং উৎপাদনশীল করে তুলতে সাম্প্রতিক আপডেটে ফের কিছু নতুন ফিচার চালু করেছে WhatsApp। সংস্থার ঘোষণা অনুযায়ী, ইউজাররা এখন মূলত দুটি নতুন ফিচার ব্যবহার করতে পারবেন – যার মধ্যে বিদ্যমান (পড়ুন পুরোনো) ‘পোলস পোল’ (Polls Poll) ফিচারে কিছু বদল দেখা যাবে, অন্যদিকে মিডিয়া কিংবা ডকুমেন্ট ফরোয়ার্ড করার সময় লেখা যাবে ইচ্ছামত ক্যাপশনও৷ আসুন, এখন সমস্ত WhatsApp ব্যবহারকারীর জন্য রোল আউট হওয়া ফিচারগুলি একবার দেখে নেওয়া যাক৷
WhatsApp Poll-এ এসেছে নতুন আপডেট, কী সুবিধা মিলবে?
হোয়াটসঅ্যাপ, ২০২২ সালের নভেম্বরে পোল অপশনটি সর্বসাধারণের জন্য চালু করে। তবে এখন এই অপশনের জন্য তিনটি নতুন আপডেট এসেছে যা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে সহজে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এবং কোনো যৌথ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে৷ এক্ষেত্রে ইউজাররা পোলে যে নতুন ফিচারসমূহ অ্যাক্সেস করতে পারবেন, সেগুলি হল –
১. Single-Vote Poll তৈরি: এই ফিচারের সাহায্যে কোনো পোল ক্রিয়েটর স্পষ্ট এবং নিশ্চিত উত্তর পেতে, একাধিক উত্তরের অপশন বন্ধ করে পোলে অংশগ্রহণকারী প্রতিটি ইউজারকে শুধুমাত্র একটি ভোট দেওয়ার জন্য লিমিট সেট করতে পারবেন। অর্থাৎ এই ফিচার ব্যবহার করা হলে কেউ পোলের উত্তর হিসেবে মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবেননা।
২. চ্যাটে Poll সার্চ: হোয়াটসঅ্যাপ, হালফিলে পোল মেসেজগুলি সহজে খুঁজে পাওয়ার সুবিধা দিতে একটি নতুন ফিল্টার যুক্ত করেছে৷ ইউজাররা চ্যাট স্ক্রিনে ‘সার্চ’ অপশনটি ক্লিক করলেই এবং সমস্ত পোলগুলি এক নজরে দেখতে পাবেন৷
৩. Poll রেজাল্টের আপডেট: এবার থেকে হোয়াটসঅ্যাপ, পোল ক্রিয়েটরদের প্রতিটি ভোট সম্পর্কে আপডেট নোটিফিকেশন পাঠাবে। এতে করে তারা মোট ভোটের সংখ্যা এবং প্রতিক্রিয়াগুলি সহজেই নিরীক্ষণ করতে পারবেন।
ক্যাপশন দিয়ে ফরওয়ার্ড করা যাবে মিডিয়া
হোয়াটসঅ্যাপ এমনিতে ইউজারদের ইচ্ছেমত মিডিয়া বা ডকুমেন্ট ফরোয়ার্ড করতে দেয়। তবে সম্প্রতি এই ফরওয়ার্ড ফিচারের সাথে ক্যাপশন ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে৷ ফলত এখন থেকে কোনো মিডিয়া ফরওয়ার্ড করার সময় ক্যাপশন লেখা বা এডিট করা যাবে। এমনকি ডকুমেন্ট শেয়ার করার আগেও তার সাথে লেখা যাবে ইচ্ছামত ক্যাপশন।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.