Trending

ডার্ক কালার সহ Samsung Galaxy S25 Ultra বাজারে ঝড় তুলবে, ফাটাফাটি ক্যামেরা তো আছেই

Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে এই সিরিজের চতুর্থ স্মার্টফোন মডেলটি আগামী মাসে বাজারে আসবে, যার নাম রাখা হবে Samsung Galaxy S25 Edge। তবে তার আগে স্যামসাং সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Galaxy S25 Ultra এর নতুন কালার ভ্যারিয়েন্ট ভারতে আসতে চলেছে।

 

নতুন রঙে আসছে Samsung Galaxy S25 Ultra

রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলের নতুন কালার ভ্যারিয়েন্ট শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই নতুন কালার ভরিয়েন্টটি ‘ডার্ক’ হবে। আজ স্যামসাংয়ের তরফে এই কালার ভ্যারিয়েন্ট টিজ করা হয়েছে। টিজারে মডেলটিকে কালো রঙের শেডে দেখা গেছে।

 

উল্লেখ্য, ভারতীয় বাজারে আপাতত গ্যালাক্সি এস২৫ আল্ট্রা সাতটি কালারে পাওয়া যায় – টাইটানিয়াম জেট ব্ল্যাক, টাইটানিয়াম জেট ব্ল্যাক, টাইটানিয়াম জেড গ্রিন, টাইটানিয়াম পিঙ্ক গোল্ড, টাইটানিয়াম সিলভার ব্লু, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ব্ল্যাক এবং টাইটানিয়াম হোয়াইট সিলভার। প্রথম তিনটি কালার অপশন কেবল অনলাইন স্টোরে উপলব্ধ।

 

ভারতে Samsung Galaxy S25 Ultra এর দাম

স্যামসাংয়ের ওয়েবসাইট অনুসারে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২৯,৯৯৯ টাকা, আর ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৪১,৯৯৯ টাকা এবং ১টিবি ভ্যারিয়েন্টের দাম ১,৬৫,৯৯৯ টাকা। তিনটি ভ্যারিয়েন্টেই ১২ জিবি র‌্যাম দেওয়া হয়েছে।

 

Samsung Galaxy S25 Ultra-এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ, ১২ জিবি র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ দেওয়া হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৯-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১ হার্টজ-১২০ হার্টজ এবং এই ডিসপ্লে ২৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S25 Ultra এর পিছনে চারটি রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ২এক্স ইন-সেন্সর জুম, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং এফ/১.৭ অ্যাপারচার সহ ২০০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২০-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ আপডেটেড ৫০-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৫এক্স অপটিক্যাল জুম ও ওআইএসসহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১০এক্স অপটিক্যাল জুম ও ওআইএসসহ ৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

 

সেলফির জন্য সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker