রিয়েলমি গত মাসে ভারতে রিয়েলমি সি৫৩ ৪জি স্মার্টফোন লঞ্চ করেছে। আর এখন, ব্র্যান্ডটি চুপিসারে দেশে এর ৫জি ভ্যারিয়েন্টটি লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে। রিয়েলমি সি৫৩ ৫জি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এটি আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করতে চলেছে। ফোনটির মাইক্রোসাইট আসন্ন ফোনটির সর্ম্পকে আভাস দিয়েছে। এটি ৪জি সংস্করণের তুলনায় ভিন্ন হবে বলে আশা করা হচ্ছে।
ভারতে রিয়েলমি সি৫৩ ৫জি ফোনের লঞ্চের তারিখ
মাইক্রোসাইট অনুসারে, রিয়েলমি সি৫৩ ৫জি ফোনটি ফ্ল্যাট ফ্রেমের সাথে একটি বক্সি ডিজাইন অফার করবে। ডান দিকের পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে ব্যবহার করা যাবে। রিয়ার প্যানেলে কার্ভড অ্যাঙ্গেল সহ বর্গাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে। এটিতে দুটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট অবস্থান করবে। ফোনের সামনের দিকে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে রয়েছে। এতে সামান্য পুরু আপার বেজেল এবং লোয়ার চিন দেখা যাবে।
রিয়েলমি সি৫৩ ৫জি ফোনটি গ্রিন এবং গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। যেহেতু এটি একটি ৫জি সংস্করণ, তাই এতে স্বাভাবিকভাবেই ৫জি-কম্প্যাটিবল প্রসেসর থাকবে। ডিভাইসের বাকি এখনও জানা যায়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যে, এটি রিয়েলমি সি৫৩ ৪জি মডেলের মতোই হবে। লঞ্চ ইভেন্টের আগে ফোনটির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।
জানিয়ে রাখি, রিয়েলমি সি৫৩ ৪জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ইউনিসক টি৬১২ প্রসেসরে চলবে। স্মার্টফোনটি ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে৷ রিয়েলমি সি৫৩ ৪জি দাম হ্যান্ডসেটটির দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.