আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Apple। রিপোর্ট অনুযায়ী, ফোনগুলি 10 সেপ্টেম্বর বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। এবং 20 সেপ্টেম্বর থেকে এদের সেল শুরু হবে। নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল নতুন Apple Watch এবং নতুন এয়ারপড মডেলও লঞ্চ করবে। তবে নতুন মডেল আসার আগেই বিদ্যমান প্লাস মডেলগুলি ই-কমার্স প্ল্যাটফর্মে বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি iPhone 14 Plus এবং iPhone 15 Plus সম্পর্কে। এদের মধ্যে iPhone 14 Plus মডেলের 512 জিবি ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। আবার iPhone 15 Plus এর 128 জিবি মডেলটি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে।
iPhone 14 Plus এর 512 জিবি ভ্যারিয়েন্টের উপর বাম্পার ছাড়
অ্যাপলের অফিসিয়াল সাইটে, আইফোন 14 প্লাস মডেলের 128 জিবি ভ্যারিয়েন্টের আসল দাম 79,600 টাকা। কিন্তু ফ্লিপকার্টে মাত্র 58,999 টাকায় এটি তালিকাভুক্ত আছে। আর এই ডিসকাউন্ট ব্যাংক ও এক্সচেঞ্জ অফার ছাড়াই পাওয়া যাচ্ছে। ব্যাংক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা পেলে এই দাম আরও কমবে।
এদিকে ডিভাইসটির 256 জিবি ভ্যারিয়েন্টের দাম যেখানে 89,600 টাকা, সেখানে ফ্লিপকার্টে 19,601 টাকা ফ্ল্যাট ছাড়ের পরে মাত্র 69,999 টাকায় এটি পাওয়া যাচ্ছে। আর 512 জিবি ভ্যারিয়েন্টের সাথে সবচেয়ে বেশি ছাড় দেওয়া হচ্ছে। 512 জিবি ভ্যারিয়েন্ট, মূলত 1,09,600 টাকায় বিক্রি হয়, তবে ফ্লিপকার্টে 29,601 টাকা ছাড়ের পরে এটি 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
iPhone 15 Plus এর 128 জিবি মডেলও অনেক কমে বিক্রি হচ্ছে
iPhone 15 Plus এর 128 জিবি মডেলটি লঞ্চের পর এই প্রথম সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। অ্যাপলের অফিসিয়াল সাইটে, এর 128 জিবি মডেলের দাম 89,600 টাকা, তবে ফ্লিপকার্টে এটি 16,601 টাকা ডিসকাউন্টের পরে মাত্র 72,999 টাকায় বিক্রি হচ্ছে। আর ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারলে এই মূল্য আরও কমানো যাবে।এছাড়াও, 256 জিবি মডেল, যার দাম 99,600 টাকা, বর্তমানে 15,601 টাকা ছাড়ের পরে ফ্লিপকার্টে মাত্র 83,999 টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়াও, 1,19,600 টাকা দামের 512 জিবি মডেলটি ফ্ল্যাট 15,601 টাকা ছাড়ের পরে ফ্লিপকার্টে মাত্র 1,03,999 টাকায় পাওয়া যাচ্ছে। মাথায় রাখবেন স্টক শেষ হওয়া পর্যন্ত এই দামে iPhone 14 Plus ও iPhone 15 Plus কেনা যাবে।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.