মাত্র 5699 টাকা দামে লঞ্চ হল itel A50 এবং itel A50C স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমরা এক্সক্লুসিভ খবর জানিয়েছিলাম itel তাদের কম দামে A50 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার সম্প্রতি কোম্পানি অফিসিয়ালি সস্তা মডেল লঞ্চ করেছে। কোম্পানি itel সিরিজের অধীনে itel A50 এবং itel A50C নামে দুটি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে অসাধারণ ব্যাটারি, স্টোরেজ, ক্যামেরা সহ বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel A50 4G এবং itel A50C স্মার্টফোনটির দাম এবং ফিচার সম্পর্কে।

 

itel A50 সিরিজের দাম এবং সেল

 

  • itel A50C ফোনটি সাফায়ার ব্ল্যাক, ডন ব্লু এবং মিস্টি অ্যাকোয়া কালার অপশনে সেল করা হচ্ছে। এই ফোনটির দাম 5,699 টাকা রাখা হয়েছে।
  • itel A50 ফোনটি মিস্ট ব্যাল্ক, লাইম গ্রিন, সিয়ান ব্লু এবং শিমার গোল্ড কালার অপশনে সেল করা হচ্ছে। এই ফোনটির 3GB+64GB স্টোরেজ অপশন 6,099 টাকা এবং 4GB+64GB স্টোরেজ অপশন 6,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • এই দুটি ফোন Amazon India মাধ্যমে সেল করা হবে। তবে সেল শুরু তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
  • এই ফোন দুটির স্ক্রিন বিনামূল্যে রিপ্লেসমেন্ট এবং 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। এটি ফোনটি কেনার দিন থেকে 100 দিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। লেবার চার্জ এবং এই বিষয়ে অন‍্যান‍্য তথ্য জানুন।

itel A50 এবং itel A50 C এর ফিচার এবং স্পেসিফিকেশন

এই দুটি ফোনের প্রায় একইরকম স্পেসিফিকেশন। কিন্তু itel A50C ফোনটির 2GB RAM এবং 32GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনটিতে 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

 

ডিসপ্লে: এই ফোনটিতে 1612×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 60Hz রিফ্রেশ রেট এবং 267 PPI পিক্সেল ডেনসিটি সহ 6.56-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি itel A50 ফোনটিতে 480 নিটস রয়েছে যা itel A70 ফোনটির 500 নিটস পীক ব্রাইটনেসের থেকে কম মনে করা হচ্ছে।

 

ক্যামেরা: এই ফোনটির ব্যাক প্যানেলে “AI” সহ 8MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP সেন্সর যোগ করা হয়েছে।

 

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই দুটিতেই 1.8GHz হাই ক্লক স্পীডযুক্ত (দুটি Cortex A75 পারফরমেন্স এবং ছয়টি A55 পারফরমেন্স কোর) Unisoc T603 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি মালী G57 MP1 GPU সহ 12nm প্রসেসর রয়েছে।

 

স্টোরেজ: itel A50 ফোনটি 3/4GB RAM এবং 64GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে।

 

ব্যাটারি: itel A50 ফোনদুটিতে 10W USB-C চার্জিং সাপোর্টেড 5,000mAh এবং itel A50C ফোনটিতে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

 

অন্যান্য: দুটিফোনেই সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট রিডার, 4G VoLTE, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, GPS, 3.5mm হেডফোন জ্যাক, সামনের ওয়াটারড্রপ নচের পাশে একটি সফটওয়্যার সহ ডায়নেমিক বার এবং এছাড়া 8GB এক্সটেন্ডেড RAM দেওয়া হয়েছে।

 

itel A70 এর স্পেসিফিকেশন

জানিয়ে রাখি কোম্পানি জানুয়ারি মাসে itel A70 স্মার্টফোনটির (4+64GB) 6,299 টাকা দামে লঞ্চ করেছিল। বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি 6,499 টাকা দামে সেল করা হচ্ছে। নীচে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

 

ডিসপ্লে: মনে করিয়েদি itel A70 ফোনটিতে HD+ IPS LCD স্ক্রিনটি 6.6 ইঞ্চি পর্যন্ত ছড়ানো এবং এতে 500 নিটস পীক ব্রাইটনেস, বেজেলস এবং ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে।

 

ক্যামেরা: এই ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর এবং রেয়ার ক্যামেরা সেটআপে 13MP প্রাইমারি সেন্সর এবং 0.08MP সেকেন্ডারি সেন্সর রয়েছে।

 

প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T603 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

 

স্টোরেজ: এই ফোনটিতে 4GB RAM এবং 64Gb, 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হচ্ছে। স্টোরেজ বাড়ানোর জন্য মেমরি কার্ড স্লট রয়েছে।

 

ওএস: ফোনটিতে Android 13 (গো এডিশন) রয়েছে।

 

ব্যাটারি: 10W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker