শুরু হচ্ছে Flipkart এর এবছরের শেষ বড় সেল, ফোন, স্মার্টওয়াচ ও মোবাইল অ্যাক্সেসরিজে বাম্পার ডিসকাউন্ট

ফ্লিপকার্ট জানিয়েছে আজ রাত 12 টা থেকে শুরু হতে চলা বিগ সেভিং ডেজ সেলে 999 টাকা থেকে স্মার্টওয়াচ কেনা যাবে। এছাড়া চার্জার, কেবলসহ মোবাইল অ্যাক্সেসরিজে থাঅবে 70 শতাংশ পর্যন্ত ছাড়।

ফ্লিপকার্টে বছরের শেষে আরও একটি দুর্দান্ত সেল শুরু হতে চলেছে। এই সেলের নাম Flipkart Big Saving Days। বছরের শেষ এই সেলে আইফোন ছাড়াও ভিভো, নাথিং, রিয়েলমির মতো ব্র্যান্ডের ফোন ডিসকাউন্ট অফারে কেনা যাবে। ই-কমার্স ওয়েবসাইটে এই সেল চলবে 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত। এই সেলে স্মার্টফোন, গ্যাজেট, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স লোভনীয় অফারে পাওয়া যাবে।

Flipkart Big Saving Days সেলের অফার

ফ্লিপকার্ট জানিয়েছে আজ রাত 12 টা থেকে শুরু হতে চলা বিগ সেভিং ডেজ সেলে 999 টাকা থেকে স্মার্টওয়াচ কেনা যাবে। এছাড়া চার্জার, কেবলসহ মোবাইল অ্যাক্সেসরিজে থাঅবে 70 শতাংশ পর্যন্ত ছাড়। আর মোবাইল কভার 499 টাকারও কম দামে কেনা যাবে। আবার ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক কিনলে পাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

ফ্লিপকার্ট iPhone 15 Plus, Nothing CMF Phone 1, Vivo T3 Pro 5G এবং Poco M6 5G এর উপর বিশেষ ছাড় দেবে বলে জানিয়েছে। অর্থাৎ এই স্মার্টফোনগুলি সবচেয়ে কম দামে বিক্রি করবে ফ্লিপকার্ট। এছাড়াও এই ব্র্যান্ডের অন্যান্য ফোনেও ভাল ছাড় দেওয়া হবে।

সুপার ভ্যালু সেল গতকাল শেষ হয়েছে

ফ্লিপকার্টে 18 ডিসেম্বর অর্থাৎ গতকাল রাত 11 টা 59 মিনিট পর্যন্ত সুপার ভ্যালু ডেজ সেল চলেছে। এই সেলে 60,999 টাকা থেকে iPhone 15 বিক্রি হয়েছে। আশা করা যায় বিগ সেভিং ডেজ সেলে আরও কমে এই আইফোন কেনা যাবে। যদিও ফোনের উপর পাওয়া ডিলগুলি এখনও প্রকাশ করেনি ফ্লিপকার্ট।

 

 


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker