গেমারদের জন্য উপযুক্ত HyperX Cloud III হেডফোন বাজারে হাজির, কত দাম দেখে নিন

HyperX Cloud III হেডফোনের দাম ধার্য করা হয়েছে ৮,৪৯৯ টাকা

ভারতে আত্মপ্রকাশ করল HyperX এর নতুন অডিও ডিভাইস, যার নাম HyperX Cloud III হেডসেট। গেমপ্রেমীদের উদ্দেশ্যে তৈরি নতুন এই হেডফোনটি Cloud II এর উত্তরসূরী হিসেবে এসেছে। সংস্থাটি দাবী করেছে, নতুন এই হেডফোন ব্যবহারকারীকে এর পূর্বসূরী তুলনায় আরো বেশি স্বাচ্ছন্দ্য প্রদান করবে। কারণ এতে রয়েছে নরম হেড প্যাড। এই হেয়ারেবলটিতে ১০ এমএম মাইক্রোফোন এবং ৫৩ এমএম ড্রাইভার উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক নতুন HyperX Cloud III হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

 

HyperX Cloud III -এর দাম ও লভ্যতা

 

ভারতীয় বাজারে HyperX Cloud III হেডফোনের দাম ধার্য করা হয়েছে ৮,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্ল্যাক /রেড কালার অপশনে উপলব্ধ। হেডফোনটি বর্তমানে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

 

HyperX Cloud III -এর স্পেসিফিকেশন ও ফিচার

 

HyperX Cloud III হল একটি ওভার ইয়ার হেডসেট, যার হেড ব্যান্ডে রয়েছে সিগনেচার মেমরি ফোম এবং ইয়ার কুশন। টেকসই মেটাল ফ্রেমের তৈরি এই হেডফোনটির ওজন মাত্র ৩৬০ গ্রাম। আলোচ্য এই হেডফোনে থাকছে একটি ভলিউম কন্ট্রোল হুইল, একটি মিউট বাটন এবং এলইডি মাইক মিউট ইন্ডিকেটর। আবার হেডফোনটি ওয়্যার ও ওয়্যারলেস উভয়ভাবেই ব্যবহারযোগ্য।

 

এছাড়া হেডফোনটির অডিও প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে কাস্টম টিউন অ্যাঙ্গেলড ৫৩ এমএম ড্রাইভার, যা স্প্যাশিয়াল অডিও সরবরাহ করবে। শুধু তাই নয়! ইনগেম ভয়েস চ্যাটের সময় স্বচ্ছ আওয়াজের জন্য এতে দেওয়া হয়েছে ১০ এমএম মাইক্রোফোন। এখানেই শেষ নয়, হেডসেটটি পিসি, পিএস৫, এক্সবক্স সিরিজ এক্স /এস, এক্সবক্স১, ম্যাক এবং স্মার্টফোন সবার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

 

তদুপরি HyperX Cloud III হেডফোনের কানেক্টিভিটি অপশনে সামিল হয়েছে ৩.৫ এমএম জ্যাক, ইউএসবি সি এবং ইউএসবি এ কানেক্টর। এর সাথে থাকছে একটি কম্প্যাক্ট অ্যাডাপটার, যাকে ইউএসবি-সি এবং ইউএসবি-এ পোর্টের সঙ্গে কানেক্ট করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker