Online Money Earning: মোবাইল দিয়ে অনলাইনে টাকা আয় করুন, ঘরে বসে অর্থ উপার্জন হবে

এই প্রতিবেদনে আমরা ১০-টি সেরা 'মেক মানি আর্নিং' অ্যাপের (Make Money Online App) খোঁজ দিয়েছি

আজকালকার সময়ে মোবাইল শুধুমাত্র বিনোদন বা যোগাযোগের মাধ্যম হিসাবে সীমাবদ্ধ নেই। পাশাপাশি অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ারও হয়ে উঠেছে। আজ্ঞে হ্যাঁ! এমন কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যা ইউজারদের অনলাইনে সহজে টাকা উপার্জন করতে সহায়তা করে (Earn Money Online Apps in India)। উদাহরণস্বরূপ – সার্ভেতে অংশ নেওয়া, পোল প্রশ্নের উত্তর দেওয়া, এমনকি গেম খেলার পরিবর্তে এইসকল প্ল্যাটফর্ম তাদের ইউজারদের বিভিন্ন প্রকারের রিওয়ার্ড এবং নগদ টাকা অফার (Real Money Earning Apps) করে থাকে। এই প্রতিবেদনে আমরা এমনই ১০-টি সেরা ‘মেক মানি আর্নিং’ অ্যাপের (Make Money Online App) খোঁজ দেব। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি অ্যাপ Google Play Store -এ দুর্দান্ত রেটিং প্রাপ্ত।

 

১০ সেরা টাকা আয় করার অ্যাপ ঘরে বসেই (10 Best Online Money Earning Apps)

 

Google Opinion Rewards (সার্ভের মাধ্যমে আর্ন মানি অ্যাপ)

গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস বর্তমান সময়ে একটি অত্যন্ত ভরসার অর্থ উপার্জনকারী অ্যাপ। গুগল সার্ভে টিমের তৈরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন প্রকার কুইক সার্ভে বা সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আপনি টাকা রোজগার (Earn Money) করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমেই একটি অ্যাকাউন্ট বানাতে হবে। এরপরই শুধুমাত্র আপনি সার্ভে -তে অংশ নিতে পারবেন এবং পরিবর্তে গুগল প্লে ক্রেডিট অর্জন করতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতি সার্ভে পিছু সর্বোচ্চ ৩২.২০ টাকার সমতুল্য প্লে ক্রেডিট উপার্জন করা সম্ভব। আর এই ক্রেডিট ব্যবহার করে আপনি পছন্দের গেম কেনা থেকে শুরু করে শপিং করা, সিনেমার টিকিট কাটা, মিউজিক অ্যালবাম কেনা সহ অন্যান্য প্লে স্টোর অ্যাপ খরিদ করতে পারবেন।

 

mRewards (মোবাইল মানি আর্নিং অ্যাপ)

 

এমরিওয়ার্ডস অ্যাপে হাজার হাজার সার্ভে পোল উপলব্ধ, যাতে অংশ নেওয়ার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই আপনাকে, তালিকাভুক্ত সার্ভেগুলির মধ্যে থেকে পছন্দসই দৈর্ঘ্য এবং রিওয়ার্ড বা পুরস্কারের পরিমাণ যুক্ত সার্ভে চয়ন করতে হবে। তারপর সার্ভে সম্পন্ন করার মাধ্যমে আয় করতে সক্ষম হবেন। সার্ভের বিষয় সম্পর্কে বললে, – রাজনীতি, আপকামিং কোনো প্রোডাক্ট, শপিং অভিজ্ঞতা বা কোনো কোম্পানির হয়ে তাদের স্লোগান চয়ন করার মতো বিষয়ে নিজের মতামত পোষণ করতে হবে আপনাকে।

 

Swagbucks (Paytm-এর মাধ্যমে অর্থ উপার্জন)

 

সোয়াগবাকস-এর অন্যতম বিশেষত্ব হল, এখান থেকে উপার্জিত টাকা সরাসরি আপনার পেটিএম (Paytm) ওয়ালেট / ইউপিআই / ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এক্ষেত্রে আপনি টাস্ক সম্পন্ন করার পরিবর্তে রিওয়ার্ড স্বরূপ দৈনিক ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন আলোচ্য অ্যাপের মাধ্যমে। এছাড়া “EarnEasy” থেকে অফার ডাউনলোড করেও ইনস্ট্যান্ট রিওয়ার্ড দাবি করতে পারবেন।

 

Pollpe (মানি আর্নিং অ্যাপ Paytm ক্যাশ)

 

পোলপে থেকে নগদ টাকা রোজগার (Earn Real Cash) করা অতিশয় সহজ কাজ। এর জন্য আপনাকে কয়েকটি পোলের উত্তর দিতে হবে এবং টাস্ক সম্পন্ন করতে হবে। আর পরিবর্তে, আপনাদের দ্বারা জেতা টাকা পেটিএম ওয়ালেটে ক্যাশ হিসাবে জমা করা হবে। এছাড়া গেম খেলার মাধ্যমে এই প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করা সম্ভব।

 

Pocket Money (বেশি অর্থ উপার্জনের অ্যাপ)

 

পকেট মানি অ্যাপ্লিকেশনে অতিশয় সোজা কয়েকটি টাস্ক সম্পন্ন করতে হয়। যার পর ইউজারদের আনলিমিটেড ওয়ালেট ক্যাশ বা মোবাইল রিচার্জ বিকল্পের মধ্যে একটি চয়ন করতে বলা হয়। আপনি যে বিকল্পটি বেছে নেবেন তার উপর ভিত্তি করে – স্মার্টফোনের বিল পরিশোধ করা থেকে শুরু করে ক্যাব রেইড, মুভি টিকিট বুক করা, শপিংয়ের টাকা মেটানো ইত্যাদি কাজ করতে পারবেন।

 

AttaPoll (অর্থ উপার্জনকারী গেম অ্যাপ)

 

আটটাপোল ব্যবহার করে বিভিন্ন প্রকারের পোল, টেস্ট এবং গেমে অংশগ্রহণ করা যাবে। প্রদত্ত কাজ সম্পন্ন করার পর আপনাকে – পেটিএম ওয়ালেট ক্যাশ, গিফট কার্ড ভাউচার সহ আরো বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার অফার করা হবে।

 

EarnEasy (অর্থ উপার্জনকারী মানি অ্যাপ)

 

আর্নইজি অ্যাপকে এমন ব্যক্তিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যারা নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে বিনা কায়িক পরিশ্রমে অর্থ উপার্জন করার চাহিদা রাখেন। আলোচ্য প্ল্যাটফর্ম থেকে উপার্জিত অর্থ আপনি সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যেকোনো ডিজিটাল ওয়ালেটে (UPI ID, Paytm) সহজে স্থানান্তর করাতে পারবেন। আর তারপর প্রয়োজন অনুসারে তা ট্রান্সফার বা বিল পে করে কাজে লাগাতে পারবেন।

 

Rupiyo (ঘরে বসে ইনকাম অ্যাপ ২০২৩)

 

আর্নইজি অ্যাপের অনুরূপ রুপিও অ্যাপ হল একটি ‘ইজি মানি আর্নিং’ প্ল্যাটফর্ম। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে আপনি অতি সহজ কয়েকটি টাস্ক বা কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে সক্ষম হন। আর উপার্জিত টাকা আপনি চাইলেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যেকোনো ডিজিটাল ওয়ালেটে (UPI ID, Paytm) পাঠিয়ে দিতে পারবেন এই অ্যাপ থেকে। যার পর জমা হওয়া টাকা নিজের সুবিধামতো খরচ করতেও সক্ষম হবেন।

 

Taskbucks (ফ্রি টাকা ইনকাম Apps 2023)

 

আলোচ্য প্ল্যাটফর্মের তালিকাভুক্ত টাস্ক সম্পন্ন করার পরিবর্তে আপনাকে ফ্রি মোবাইল রিচার্জ, ডেটা রিচার্জ (৪জি) এবং ওয়ালেট ক্যাশ অফার করা হবে৷ এক্ষেত্রে জানিয়ে রাখি, টাস্কবাকস তাদের ইউজারদের আরও বেশি নগদ পুরস্কার এবং মাসিক ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যের পোস্টপেইড মোবাইল বিল পেমেন্ট বিকল্প অফার করার জন্য একাধিক নেতৃস্থানীয় ওয়ালেট কোম্পানির সাথে অংশীদারিত্ব করছে।

 

CashBaron (রেফারেল আর্ন মানি অ্যাপ)

 

ক্যাশব্যারন থেকে আপনি অনলাইন মোডে প্রতিদিন ১০০ ডলার বা ভারতীয় মূল্যে প্রায় ৮,২০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। এর জন্য আপনাকে কয়েকটি টাস্ক সম্পন্ন করতে হবে। তার পর, আপনি যে রিওয়ার্ড নিজের জন্য জিততে চান তা চয়ন করতে হবে। এক্ষেত্রে – গেমিং রিওয়ার্ড, সার্ভে এবং রেফারেল ইত্যাদির মতো টাস্ক অন্তর্ভুক্ত থাকছে আলোচ্য অ্যাপে।


Discover more from BestMaza

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from BestMaza

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker