
গুগল ম্যাপ (Google Map) খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ঠিকানা খুব সহজেই খুঁজে বের করা সম্ভব হয়। বর্তমানে সকলেই যে কোনও ঠিকানা, রাস্তা খুঁজে বের করতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করার সময় ইন্টারনেটের প্রয়োজন হয়। সমস্যা সেখানেই। প্রান্তিক এলাকাগুলিতে গেলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগ খুব দুর্বল। এর ফলে গুগল ম্যাপ ঠিক মতো কাজ করতে পারে না। কিন্তু জানেন কি, অফলাইনেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব?
এক নজরে দেখে নিন অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করার উপায়
গুগল ম্যাপ অফলাইনে ব্যবহার করার জন্য অটো ডাউনলোড অপশন ‘টার্ন অন’ (turn on) করে রাখা প্রয়োজন। এক নজরে দেখে নিন গুগল ম্যাপের অটো ডাউনলোড অপশন টার্ন অন করে রাখার উপায় –
স্টেপ ১ – এর জন্য প্রথমেই খুলতে হবে গুগল ম্যাপ অ্যাপ।
স্টেপ ২ – গুগল ম্যাপের একদম নীচে সেটিং অপশন রয়েছে। সেটিতে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ – এরপর প্রাইভেসি সেন্টারে ক্লিক করতে হবে এবং সেখান থেকে যেতে হবে অফলাইন ম্যাপ অপশনে।
স্টেপ ৪ – এরপর সিলেক্ট করতে হবে অটো ডাউনলোড অফলাইন ম্যাপ।
স্টেপ ৫ – এই কাজটি করার সময় দেখে নিতে হবে নিজেদের ইন্টারনেট কানেকশন ঠিকঠাক আছে কিনা। কারণ এ সময় ইন্টারনেটের প্রয়োজন হবে। অফলাইন ম্যাপ ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
স্টেপ ৬ – অফলাইন ম্যাপ ডাউনলোড হয়ে গেলে সেটি ‘টার্ন অন’ করে রাখতে হবে। এর ফলে যখন ইন্টারনেট পাওয়া যাবে না, তখন কাজ করবে এই অফলাইন ম্যাপ।
একনজরে দেখে নিন এই অফলাইন ম্যাপ ব্যবহার করার উপায়
স্টেপ ১ – নিজেদের গাড়িতে যদি অফলাইন ম্যাপ টার্ন অন করা থাকে তাহলে সেই ম্যাপে গাড়ির মুভমেন্ট দেখা যাবে।
স্টেপ ২ – এ ছাড়াও সেই ম্যাপের হোম এবং ওয়ার্ক ম্যাপে সাইন ইন করে রাখা প্রয়োজন। তবে এটি না করলেও বিশেষ কোনও ক্ষতি হবে না।
স্টেপ ৩ – সেই ম্যাপ ম্যানুয়ালি ডাউনলোড করে রাখতে হবে। এটিও না করলে বিশেষ ক্ষতি হবে না।
স্টেপ ৪ – একটি বিষয় ভাল করে দেখে নিতে হবে যে হোম এবং ওয়ার্ক ম্যাপ নিজেদের হোম এবং অফিসের ঠিকানার সঙ্গে মিলছে কিনা। গুগল অ্যাকাউন্টের লোকেশন হিস্ট্রিতে এটা ঠিক রয়েছে কিনা সেটি দেখে নিতে হবে।
More Stories
90Hz ডিসপ্লে ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 70 Lite 5G, দাম সহ খুঁটিনাটি তথ্য রইল
গ্রামেও পাওয়া যাবে BSNL 4G পরিষেবা, বসানো হচ্ছে ১ লাখের বেশি টাওয়ার
ফোল্ডেবল ক্ল্যামশেল ফোনের জগতে প্রবেশ Vivo-র, প্রথম মডেলে থাকবে এই প্রসেসর