
Tecno Pop 6 আজ অর্থাৎ ৬ জুন নাইজেরিয়ায় লঞ্চ হল, যার দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কাছাকাছি। এটি Tecno Pop 5 এর উত্তরসূরী হিসেবে এসেছে। নতুন এই ফোনে পাওয়া যাবে এইচডি প্লাস ডিসপ্লে ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আবার Tecno Pop 6 ফোনে আছে কোয়াড কোর প্রসেসর ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Tecno Pop 6 এর দাম ও লভ্যতা
টেকনো পপ ৬ ফোনের দাম রাখা হয়েছে ১৩০ ডলার, যা প্রায় ১০,১০০ টাকার সমান। এই মূল্য ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি লাইম গ্রিন, সী ব্লু ও স্কাই ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। নাইজেরিয়ার বাইরে টেকনো পপ ৬ কবে আসবে তা এখনও জানা যায়নি।
Tecno Pop 6 এর স্পেসিফিকেশন, ফিচার
টেকনো পপ ৬ ফোনের সামনে আছে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৫৬০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার টেকনো পপ ৬ ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড ১.৩ গিগাহার্টজ। Tecno Pop 6 পাওয়া যাবে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pop 6 ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলবে। Tecno Pop 6 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট।
More Stories
১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ Infinix Note 12 5G সিরিজ আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে
স্মার্টফোনের সংজ্ঞা বদলাচ্ছে Nothing Phone (1), ফোনের পাশাপাশি কভারও হবে ট্রান্সপারেন্ট
ব্লক করার দরকার নেই, WhatsApp এর নতুন ফিচারে অনলাইন এলেও দেখতে পাবেনা নির্বাচিত ব্যক্তি