BestMaza.Org

Unboxing | Bengali Daily Tech News | Reviews By TechnoMaza

হেডফোনের দাম ৬০ হাজার টাকা, Sennheiser IE 600 তৈরি হয়েছে মার্স রোভারে ব্যবহৃত অনুরূপ উপকরণ দিয়ে

Spread the love

জার্মান অডিও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Sennheiser এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের ফ্ল্যাগশিপ ইন-ইয়ার হেডফোন, যার নাম Sennheiser IE 600। নতুন এই ইয়ারফোনটি নাসা-র (NASA )মার্স রোভারে ব্যবহৃত অনুরূপ উপকরণে তৈরি। এমনকি সংস্থাটি দাবি করেছে, নতুন এই ইয়ারফোন শক্তিশালী সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Sennheiser IE 600 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sennheiser IE 600 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে সেনহাইজার আইই ৬০০ ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৫৯,৯৯০ টাকা। অনলাইন এবং অফলাইন উভয় প্লাটফর্মে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোনটি।

Sennheiser IE 600 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নতুন সেনহাইজার আইই ৬০০ ইয়ারফোনটির স্পেসিফিকেশনের প্রসঙ্গে বলতে গেলে, এর ওপরে জেডআর০১ নিরাকার জিরকোনিয়ামের একটি আবরণ রয়েছে, যা ডিভাইসটিকে আরো মজবুত করে তুলেছে। এমনকি যে যেরকম ভাবে ইচ্ছা এটিকে বাকালেও নষ্ট হওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে জানিয়ে রাখি, জেডআর০১ জিরকোনিয়াম উপাদানটি প্রচন্ড শক্তিশালী হওয়ার দরুন মহাকাশ শিল্পে এটি ব্যবহৃত হয়। সেইমতো মার্স রোভারের শক্তিশালী ড্রিলিং হেড তৈরি করা হয়েছে এই উপাদানটি দিয়ে। স্বভাবতই নতুন ইয়ারফোনটি এই উপাদান দিয়ে তৈরি হওয়ায় স্ক্র্যাচ এবং আঘাত থেকে সুরক্ষা প্রদান করবে।

অন্যদিকে, আইই ৬০০ ইয়ারফোনটি একটি বিশেষ থ্রিডি প্রিন্টিং প্রসেসের মধ্যে দিয়ে তৈরি। এর ডিজাইন জার্মানিতে তৈরি করা হলেও এটি প্রস্তুত করেছে আয়ারল্যান্ডের শোনোভা কনজিউমার হেয়ারিং সংস্থাটি। তবে মজবুত গঠন ছাড়াও ইয়ারফোনটিতে পাওয়া যাবে একুষ্টিক কোয়ালিটি সাউন্ড। শুধু তাই নয়, এর সাউন্ড সিস্টেমটি শক্তিশালী বেস তৈরি করার জন্য সম্পূর্ণরূপে অপটিমাইজ করা হয়েছে।

তদুপরি, ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ৭ এমএম ড্রাইভার, যা ট্রু রেসপন্স ট্রান্সডিউসারের মাধ্যমে কোনোরকম বিকৃতি ছাড়াই মনোরম সাউন্ড কোয়ালিটি সরবরাহ করতে সক্ষম। উপরন্তু ইয়ারফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ৪.৮ এমএম কেবল। তাছাড়া এর সাথে দেওয়া হচ্ছে তিনটি ভিন্ন মাপের সিলিকন এবং মেমোরি ফোম ইয়ারবাড টিপস।

%d bloggers like this: