
ফেব্রুয়ারি মাসের শুরুতে Realme GT Neo 5 স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর থেকেই, এর ‘SE’ ভ্যারিয়েন্টকে নিয়ে প্রযুক্তি মহলে রীতিমত চর্চা শুরু হয়েছে। একাধিক লিক এবং সার্টিফিকেশন থেকে আসন্ন GT Neo 5 SE সম্পর্কে অনেক তথ্যই ইতিমধ্যে সামনে এসেছে। আর এবার রিয়েলমি একটি টিজার প্রকাশ করে, অবশেষে আনুষ্ঠানিকভাবে এই হ্যান্ডসেটটির আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। Realme GT Neo 5 SE-এর প্রথম প্রোমোশনাল টিজারটি কি কি তথ্য প্রকাশ করলো, আসুন দেখে নেওয়া যাক।
প্রকাশিত হল Realme GT Neo 5 SE-এর নতুন টিজার
রিয়েলমি জিটি নিও ৫ এসই-এর প্রথম অফিসিয়াল টিজারটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি শীঘ্রই চীনে লঞ্চ করা হবে। এতে ফোনটির লঞ্চের তারিখ উল্লেখ করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, টিজারে বলা হয়েছে যে, এটি হবে ইতিহাসের ‘সর্বনিম্ন এসই’ (অনুবাদ) স্মার্টফোন, যা নির্দেশ করে যে, এসই ব্র্যান্ডিং সহ অন্যান্য রিয়েলমি ফোনের বিপরীতে, নতুন মডেলটি একাধিক ফিচার থেকে বঞ্চিত হবে না।
জানিয়ে রাখি, পূর্ববর্তী রিপোর্ট অনুসারে আসন্ন রিয়েলমি জিটি নিও ৫ এসই অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এই চিপসেটটি রেডমি নোট ১২ টার্বো ফোনেও ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্ববাজারে পোকো এফ৫ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। শোনা যাচ্ছে, কোয়ালকমের এই মোবাইল প্ল্যাটফর্মটি আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। সাম্প্রতিক একটি লিক প্রকাশ করেছে যে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ১ আসলে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২-এর একটি টোন-ডাউন সংস্করণ হবে। এটির স্ন্যাপড্রাগন ৭ জেন ২ হিসেবে লঞ্চ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
Menu
Tech Gup
Search for
Switch skin
Home/মোবাইল
64MP ক্যামেরা ও 100W চার্জিং সহ নতুন স্মার্টফোন আনছে Realme, শীঘ্রই লঞ্চ
Ananya SarkarMarch 16, 2023 2:08 pmLast Updated: March 16, 2023 2:08 pm
Realme GT Neo 5 SE Launch Soon
ফেব্রুয়ারি মাসের শুরুতে Realme GT Neo 5 স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর থেকেই, এর ‘SE’ ভ্যারিয়েন্টকে নিয়ে প্রযুক্তি মহলে রীতিমত চর্চা শুরু হয়েছে। একাধিক লিক এবং সার্টিফিকেশন থেকে আসন্ন GT Neo 5 SE সম্পর্কে অনেক তথ্যই ইতিমধ্যে সামনে এসেছে। আর এবার রিয়েলমি একটি টিজার প্রকাশ করে, অবশেষে আনুষ্ঠানিকভাবে এই হ্যান্ডসেটটির আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। Realme GT Neo 5 SE-এর প্রথম প্রোমোশনাল টিজারটি কি কি তথ্য প্রকাশ করলো, আসুন দেখে নেওয়া যাক।
প্রকাশিত হল Realme GT Neo 5 SE-এর নতুন টিজার
রিয়েলমি জিটি নিও ৫ এসই-এর প্রথম অফিসিয়াল টিজারটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি শীঘ্রই চীনে লঞ্চ করা হবে। এতে ফোনটির লঞ্চের তারিখ উল্লেখ করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, টিজারে বলা হয়েছে যে, এটি হবে ইতিহাসের ‘সর্বনিম্ন এসই’ (অনুবাদ) স্মার্টফোন, যা নির্দেশ করে যে, এসই ব্র্যান্ডিং সহ অন্যান্য রিয়েলমি ফোনের বিপরীতে, নতুন মডেলটি একাধিক ফিচার থেকে বঞ্চিত হবে না।
জানিয়ে রাখি, পূর্ববর্তী রিপোর্ট অনুসারে আসন্ন রিয়েলমি জিটি নিও ৫ এসই অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এই চিপসেটটি রেডমি নোট ১২ টার্বো ফোনেও ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্ববাজারে পোকো এফ৫ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। শোনা যাচ্ছে, কোয়ালকমের এই মোবাইল প্ল্যাটফর্মটি আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। সাম্প্রতিক একটি লিক প্রকাশ করেছে যে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ১ আসলে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২-এর একটি টোন-ডাউন সংস্করণ হবে। এটির স্ন্যাপড্রাগন ৭ জেন ২ হিসেবে লঞ্চ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আপনার জন্য:-
Poco X5 5G vs Realme 10 Pro 5G Compared
Poco X5 5G vs Realme 10 Pro 5G: বাজেটের মধ্যে দুই ফাইভজি ফোনের মধ্যে কে সেরা দেখে নিন
March 16, 2023 2:14 pmiQOO Neo 8 Pro Specifications Leaked
ডিসপ্লে ও ক্যামেরায় বড় চমক, iQOO Neo 8 Pro এর প্রসেসরও দেখাবে কামাল
March 16, 2023 1:15 pm
Realme GT Neo 5 SE-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Realme GT Neo 5 SE-তে ৬.৭৪ ইঞ্চির টিয়ানমা টি৭+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই প্যানেলটি ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং অফার করবে। হ্যান্ডসেটটিতে ধাতু (অ্যালুমিনিয়াম অ্যালয়) দ্বারা নির্মিত ফ্রেম সহ গ্লাস স্যান্ডউইচ বডি থাকবে। এতে এলপিডিডিআর৫ র্যাম, ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Realme GT Neo 5 SE-এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম অবস্থান করবে। আর সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। এছাড়াও, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, এনএফসি এবং একটি আইআর (IR) ব্লাস্টার অন্তর্ভুক্ত থাকবে। সর্বপরি পাওয়ার ব্যাকআপের জন্য, GT Neo 5 SE-তে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।
More Stories
Baal Aadhaar Card: বাচ্চার আধার কার্ড বানান এখান থেকে, কীভাবে আবেদন করবেন দেখে নিন
Mobile Phone Fire: ভয়াবহ অভিজ্ঞতা, বাইক চালানোর সময় পকেটে থাকা মোবাইলে আগুন ধরে গেল
Apple নাকি Samsung? কোন সংস্থার ফোন ব্যবহারকারী বেশি, রিপোর্টে অবাক করা তথ্য