
Android 14: নামে কী বা আসে যায়!— এ কথা বড় চেনা, তবু নামে অনেক কিছুই আসে যায়। আসলে নাম দিয়ে যায় চেনা। আর সে নামে যদি মিশে থাকে মিষ্টির গন্ধ তবে জব্বর হয়। এ সব কথা আসলে শোনা যাচ্ছে Android 14-কে কেন্দ্র করে।
এখনও পর্যন্ত Android 13-ই আনুষ্ঠানিক ভাবে রিলিজ করেনি। এ বছরই Google জানাতে পারে Android 13-এর কথা। তারই মধ্যে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে Android 14 নিয়ে। ২০২৩ সালের আগে কোনও ভাবেই এই নতুনতম অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে আসার সম্ভাবনা নেই। তবে কিছু গুজব শোনা যাচ্ছে নতুন ভার্সন সম্পর্কে।
অ্যান্ড্রয়েডের ইতিহাসে নতুন নতুন ভার্সনকে নতুন নতুন মিষ্টির নামে ডাকার ঐতিহ্য রয়েছে। সেই ২০০৯ সালে Android 1.5-এর নাম দেওয়া হয়েছিল ‘কাপকেক’। Google-এর নিজস্ব নাম তো বটেই, বাজারেও এই নামেই পরিচিতি পেয়েছিল Android 1.5। তার পর ‘ডোনাট’ ‘এক্লেয়ার’ ‘হানিকোম্ব’ ‘আইসক্রিম স্যান্ডউইচ’ থেকে ‘জেলিবিন’ ‘কিটক্যাট’ ‘ললিপপ’ ‘মার্সমেলো’ পর্যন্ত কত নামই পাওয়া গেল। এ সব নামেই বাজারে চলত অ্যান্ড্রয়েড। অনেকের ক্ষেত্রে আবার অন্য নাম দিয়ে নিজেদের কাজ চালাত Google, সংস্থার নিজস্ব কোড নাম।
২০১৮ সালে Android 9-এর বাজার চলতি নাম হল ‘অ্যান্ড্রয়েড পাই’। তারপর থেকে বাজারে আর মিষ্টির নামে নাম পাচ্ছে না Android, তারা পরিচিত হচ্ছে Android 10, 11, 12, 13 ইত্যাদি নামে। তবে ভিতরে ভিতরে মিষ্টি নাম দিতে ভোলে না Google। এই যেমন ২০১৯ সালে লঞ্চ করা Android 10-এর নিজস্ব ডাক নাম ক্যুইনস টার্ট, Android 11-এর রেড ভেলভেট, Android 12-এর স্নো কোন, Android 12L-এর স্নো কোন ভি২, Android 13-এর তিরামিশু।
সূত্রের খবর, Android 14 বা অ্যান্ড্রয়েডের U ভার্সনের কোডনেম হতে চলেছে আপসাইড ডাউন কেক (Upside Down Cake)। বলাই বাহুল্য এটি এক বিশেষ ধরনের কেক। U বর্ণের এই বিশেষ মিষ্টি খাবারকেই তাই বেছে নিয়েছে গুগল। এই নাম ফাঁস হওয়ার পরই নতুন করে গুঞ্জন উঠেছে, নতুন অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে।
২০২১ সালে জানা গিয়েছিল Android 13 সম্পর্কে। তার ডাকনাম গুগল রেখেছিল T দিয়ে, তিরামিশু (Tiramisu), এটি একটি ইতালিয় মিষ্টান্ন বিশেষ। আগামী মে মাসে অনুষ্ঠিত হতে চলেছে Google-এর I/O 2022, মনে করা হচ্ছে সেখানেই Android 13 সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবে গুগল। কিন্তু তার আগেই Android 14-এর কাজ শুরু করে দিয়েছে সংস্থা।
ওয়াকিবহাল মহলের ধারণা Android 13-এর অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কাজ গুছিয়ে নেবে Android 14, আর তার প্রধান লক্ষ্য হবে গোপনীয়তা। এ ছাড়াও মোবাইল ফোনের পাশাপাশি অন্য প্লাটফর্মগুলিতেও Android-কে নির্ভর যোগ্য করে তোলার দায়িত্বও হয়তো বর্তাবে Android 14-এর উপর। মনে করা হচ্ছে ফোল্ডেবল (foldable) ডিভাইসের জন্যই নতুন ভার্সনের উপর জোর দেওয়া হচ্ছে।
সাধারণ গ্রাহক আবার অ্যান্ড্রয়েডের এই সব মিষ্টি নামের খুব ভক্ত। বিশেষত ভারতীয়রা। এমন দাবি উঠেছে যে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনুক গুগল। আবার মিষ্টির নামেই নাম দেওয়া হোক নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের। তেমনটা হবে কিনা তা বলবে সময়।
More Stories
90Hz ডিসপ্লে ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 70 Lite 5G, দাম সহ খুঁটিনাটি তথ্য রইল
গ্রামেও পাওয়া যাবে BSNL 4G পরিষেবা, বসানো হচ্ছে ১ লাখের বেশি টাওয়ার
ফোল্ডেবল ক্ল্যামশেল ফোনের জগতে প্রবেশ Vivo-র, প্রথম মডেলে থাকবে এই প্রসেসর