
জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন কয়েকদিন আগে একটি আপকামিং OnePlus ফোনের রেন্ডার শেয়ার করেছিলেন। পাশাপাশি তিনি এই ফোনের মুখ্য ফিচারগুলি ফাঁস করেন। যদিও ফোনটির নাম টিপস্টার বলেননি। তবে একটি নয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, এটি OnePlus 10T নামে বাজারে আসবে।
টিপস্টারের শেয়ার করা রেন্ডার অনুযায়ী, ফোনটি হোয়াইট, ব্ল্যাক ও লাইট মিন্ট কালারে আসবে। আবার সামনে ফ্লাট ডিসপ্লে দেওয়া হবে, যার মধ্যে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার ডিসপ্লের ডিজাইন দেখা গেছে পাঞ্চ হোল, আর ডিসপ্লের চারপাশে হালকা বেজেল উপস্থিত।
এছাড়া OnePlus 10T ফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এতে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও বক্সে ১৬০ ওয়াট চার্জার থাকতে পারে।
এর আগে জানা গিয়েছিল, ওয়ানপ্লাস ১০টি ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। আবার ব্যাক প্যানেলে দেওয়া হবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ওয়ানপ্লাস ১০টি ফোনের দাম শুরু হতে পারে প্রায় ৩৫,০০০ টাকা থেকে।
More Stories
১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ Infinix Note 12 5G সিরিজ আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে
স্মার্টফোনের সংজ্ঞা বদলাচ্ছে Nothing Phone (1), ফোনের পাশাপাশি কভারও হবে ট্রান্সপারেন্ট
ব্লক করার দরকার নেই, WhatsApp এর নতুন ফিচারে অনলাইন এলেও দেখতে পাবেনা নির্বাচিত ব্যক্তি