BestMaza.Org

Unboxing | Bengali Daily Tech News | Reviews By TechnoMaza

ChatGPT Plus: ভারতে লঞ্চ হল চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন প্ল্যান, প্রতি মাসে কত টাকা দিতে হবে জেনে নিন

Spread the love

OpenAI শুক্রবার ভারতে তাদের চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন প্ল্যান ChatGPT Plus ঘোষণা করেছে। ভারতেও এর দাম রাখা হয়েছে ২০ ডলার অর্থাৎ প্রায় ১৬০০ টাকা। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন প্ল্যানে ইউজাররা আগের চেয়ে আরও ভাল এবং দ্রুত পরিষেবা পাবেন। জানিয়ে রাখি যে, সম্প্রতি OpenAI, ChatGPT এর নতুন ভার্সন GPT-4 লঞ্চ করেছে, যা খুবই সঠিক জবাব দিচ্ছে বলে জানা গেছে।

 

ChatGPT Plus

ওপেনএআই টুইটারের মাধ্যমে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন প্ল্যানের ঘোষণা করেছে। ওপেনএআই এর তরফে বলা হয়েছে, “সুসংবাদ! চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন এখন ভারতে উপলব্ধ। আজ থেকে আপনি জিপিটি-৪ সহ নতুন ফিচারের সুবিধা নিতে পারবেন। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এই এআই চ্যাটবট চালু করা হয় এবং তখন থেকেই এটি বেশ চর্চায় রয়েছে।

 

ChatGPT Plus প্ল্যানে মিলবে এই ফিচার

নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে আগের চেয়ে ভালো ও দ্রুত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। সংস্থাটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান চালু করেছিল। এই সাবস্ক্রিপশন প্ল্যান চালু করার সময় সংস্থাটি জানিয়েছিল, আইনজীবী থেকে শুরু করে স্পিচ রাইটার, কোডার থেকে সাংবাদিক সবাই চ্যাটজিপিটি -তে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সাবস্ক্রিপশন প্ল্যানে তা পাবেন না।

 

অর্থাৎ, যাতে ব্যবহারকারীরা আগের চেয়ে দ্রুত ও ভালো পরিষেবা পান, সেই কারণে পেড সাবস্ক্রিপশন প্ল্যান চ্যাটজিপিটি প্লাস চালু করছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com