মিলিটারি গ্রেড অর্থাৎ এমন একটি স্মার্টফোন যেগুলি খুবই মজবুত বডি তৈরি করা হয়। পাথরে পড়ে যাওয়া, মাটিতে আছাড় খাওয়া এবং জলে ভিজে যাওয়ার পরেও এগুলোর কোনো ক্ষতি হয় না। ভারতে MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড Motorola Edge 50 স্মার্টফোন লঞ্চ হতে চলেজেনে নেওয়া যাক আপকামিং ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং লাইভ লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
Motorola Edge 50 এর লঞ্চ ডিটেইলস
আজ ভারতে মোটোরোলা এজ 50 লঞ্চ হতে চলেছে। কোম্পানি পক্ষ থেকে এই দিন দুপুর 12টা ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। ফোনটি অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সহ মোটোরোলা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাইভ দেখানো হবে। একইভাবে শপিং সাইট ফ্লিপকার্টেও ফোনটির প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে। Motorola Edge 50 স্মার্টফোনটির লঞ্চ লাইভ দেখার জন্য (এখানে ক্লিক করুন)।
সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড ফোন
মোটোরোলা তাদের আপকামিং স্মার্টফোনটিকে World’s Slimmest MIL-810H Military Grade সার্টিফায়েড ফোন বলে প্রকাশ্যে এনেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের থিকনেস সম্পর্কে জানানো হয়নি, এর জন্য 1 আগস্ট ফোনটি লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই ফোনটিতে শক, ভাইব্রেশন, প্রেশার, ডাস্ট, অতিরিক্ত গরম, ঠাণ্ডা এবং ফগ রেজিস্ট্যান্ট ক্ষমতা রয়েছে। বিশেষত্ব এই ফোনটিতে 3D Curved pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
Motorola Edge 50 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Motorola Edge 50 স্মার্টফোনটিতে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 3ডি কার্ভ pOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিন সহ 1900নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হবে। এই ফোনে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 7 Gen 1 এক্সেলেরেটেড এডিশন 4nm চিপসেট দেয়া হবে। একইসঙ্গে ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হবে।
ক্যামেরা: Motorola Edge 50 5G ফোনে Sony LYT-700C সেন্সরের সাপোর্টেড 50MP মেইন রেয়ার ক্যামেরা, 13MP ম্যাক্রো সেন্সর এবং 10MP টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। অন্যদিকে সেলফির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট লেন্স যোগ করা হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68W ওয়্যার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে।
Discover more from BestMaza
Subscribe to get the latest posts sent to your email.