
জনপ্রিয় অডিও ব্র্যান্ড Noise লঞ্চ করল তাদের নতুন একটি হেয়াররেবল, নাম Noise Buds Connect ইয়ারফোন। কোম্পানির ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন লাইনআপে নয়া সংযুক্তিকরণ এটি। নতুন এই ইয়ারফোনটি তাদের জন্য এসেছে, যারা সাশ্রয়ী মূল্যে অথেন্টিক অডিও এক্সপেরিয়েন্স লাভ করতে চান। ১৩০০ টাকারও কম দামে আসা নতুন এই ইয়ারফোনটিতে থাকছে দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে ১৩ এমএম ড্রাইভার। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Buds Connect ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise Buds Connect ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে নয়েজ বাডস কানেক্ট ইয়ারফোনে দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। কার্বন ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং আইভরি হোয়াইট এই তিনটি স্টাইলিশ কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের নয়েজের ইয়ারফোনটি। তাছাড়া সংস্থার নিজস্ব ওয়েবসাইট GoNoise.com ও ই কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই ইয়ারফোন।
Noise Buds Connect ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত নয়েজ বাডস কানেক্ট ইয়ারফোনটি সারাদিন নির্ঝঞ্ঝাটে ব্যবহারের জন্য বিশেষভাবে এরগোনমিক ডিজাইন সহ এসেছে। তাছাড়া এতে সংস্থার নিজস্ব ইন্সটাচার্জ টেকনোলজি সাপোর্ট করবে। শুধু তাই নয়, এতে থাকছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে কোয়াড মাইক, যা চারপাশের আওয়াজ এড়িয়ে ইউজারকে স্বচ্ছ কল এক্সপিরিয়েন্স লাভ করতে সাহায্য করবে। এমনকি ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ড্রাইভার এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি।
অন্যদিকে, নিকটবর্তী ডিভাইসের সঙ্গে দ্রুত কানেকশনের জন্য অডিও ডিভাইসটি হাইপারসিঙ্ক টেকনোলজি সাপোর্ট সহ এসেছে। তদুপরি Noise Buds Connect ইয়ারফোনে রয়েছে একটি পাওয়ার সেভিং ফিচার। যখনই ইয়ারবাডগুলিকে চার্জিং কেসের মধ্যে রাখা হবে তখনই এগুলি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার নতুন এই ইয়ারফোনে থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং কানেক্টর। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৫০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।
More Stories
Baal Aadhaar Card: বাচ্চার আধার কার্ড বানান এখান থেকে, কীভাবে আবেদন করবেন দেখে নিন
Mobile Phone Fire: ভয়াবহ অভিজ্ঞতা, বাইক চালানোর সময় পকেটে থাকা মোবাইলে আগুন ধরে গেল
Apple নাকি Samsung? কোন সংস্থার ফোন ব্যবহারকারী বেশি, রিপোর্টে অবাক করা তথ্য