BestMaza.Org

Unboxing | Bengali Daily Tech News | Reviews By TechnoMaza

Paytm দিয়েই এবার বুক করা যাবে ট্রেনের টিকিট; জেনে নিন ধাপে ধাপে

Spread the love

২০২২ সালের মার্চ মাসের ২ তারিখে পেটিএম (Paytm) ঘোষণা করেছে যে, তারা একটি পার্টনারশিপ করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (Indian Railway Catering and Tourism Corporation) সঙ্গে। এর মাধ্যমে পেটিএমের ইউজাররা খুব সহজেই বুকিং করতে পারবেন ট্রেনের টিকিট। একই সঙ্গে ইউজাররা ব্যবহার করতে পারবে ডিজিটাল টিকেটিং সার্ভিস। এর মাধ্যমে দেশের বিভিন্ন রেল স্টেশনে লাগানো অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (Automatic Ticket Vending Machine) ব্যবহার করার সুবিধা পাবেন তাঁরা। এর ফলে খুব সহজেই কেটে ফেলা যাবে ট্রেনের টিকিট।

 

ভারতীয় রেল প্রথম এমন ব্যবস্থা চালু করেছে যেখানে ইউপিআই পেমেন্টের মাধ্যমে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিট কাটা যাবে। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে খুব সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। পেটিএম অ্যাপের মাধ্যমে ইউজাররা এই সুবিধা পেয়ে যাবেন। ভারতের বিভিন্ন রেল স্টেশনে বসানো অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থেকেই টিকিট কাটা যাবে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। এক নজরে দেখে নেওয়া যাক নতুন এই ব্যবস্থায় কী কী সুবিধা পাওয়া যাবে –

– অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের সাহায্যে ইউজাররা কোনও স্মার্ট কার্ড ছাড়াই টিকিট কেটে নিতে পারবেন। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টাকা দিয়ে কাটা যাবে রেলের টিকিট।

– অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনে কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট কেটে নিতে পারবেন।

– পেটিএম ইউজারদের নিজেদের সিজন টিকিট রিনিউ করার স্মার্ট কার্ড রিচার্জ করার সুবিধা দেবে।

– পেটিএম রেলওয়ে যাত্রীদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের অপশন। খুব সহজে পেমেন্ট করার জন্য তারা নিয়ে এসেছে একাধিক অপশন। এর মধ্যে রয়েছে পেটিএম ওয়ালেট, পেটিএম ইউপিআই, পেটিএম পোস্টপেইড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি।

 

এক নজরে দেখে নেওয়া যাক অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনে ডিজিটাল পেমেন্ট করার উপায় –

– প্রথমে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনে বেছে নিতে হবে নিজেদের গন্তব্যের রুট। এরপর নিজেদের স্মার্টকার্ডের নম্বর দিতে হবে যদি সেটা রিচার্জ করা দরকার হয়। এরপর পেমেন্ট অপশনে গিয়ে পেটিএম অপশনে ক্লিক করতে হবে।

 

– এরপর নিজে থেকেই অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের স্ক্রিনে কিউআর কোড ফ্ল্যাশ করবে। সেটি স্ক্যান করতে হবে।

 

– কিউআর কোড স্ক্যান হয়ে গেলে টিকিট পাওয়া যাবে অথবা নিজেদের স্মার্টকার্ড রিচার্জ হয়ে যাবে। এভাবেই পেটিএম অ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যাবে।

%d bloggers like this: