BestMaza.Org

Unboxing | Bengali Daily Tech News | Reviews By TechnoMaza

Flipkart Big Saving Days Sale: শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল, জেনে নিন কোন জিনিসে মিলবে কত ছাড়

Spread the love

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) আবার শুরু হতে চলেছে বিগ সেভিং ডে সেল (Big Saving Days Sale)। জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেল শুরু হবে ৪ মে থেকে এবং তা চলবে প্রায় ৯ মে পর্যন্ত। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক দ্রব্যের উপর পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এর মধ্যে রয়েছে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টটিভি, গ্যাজেটস, হোম অ্যাপ্ল্যায়েন্সেস ইত্যাদি। এ ছাড়া ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে জামা কাপড়ের উপরেও আকর্ষণীয় ছাড় দেওয়া হবে বলেও জানা গিয়েছে। উপরন্তু এই সেলে ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI-এর উপরে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। এক নজরে দেখে নিন ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে কী কী ছাড় পাওয়া যাবে।

 

ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোনের উপর পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির স্মার্টফোন। POCO M4 Pro, POCO M3 Pro 5G, Redmi Note 10T 5G, Samsung F22, Vivo Y53s, Realme 9I, Realme C20 ইত্যাদি।

 

ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক দ্রব্যের উপর পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এর মধ্যে রয়েছে স্মার্ট টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, রেফ্রিজিরেটর, মিক্সার জুসার, কুলার, পাখা ইত্যাদি। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে এই সমস্ত ইলেকট্রনিক দ্রব্যের উপর পাওয়া যাবে প্রায় ৭৫ শতাংশ ছাড়।

 

ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে বিভিন্ন ধরনের অফার পাওয়া যাবে। বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এ ছাড়াও এই সেলে পাওয়া যাবে ক্রেজি ডিলের (Crazy Deals) মতো অফার। এই ক্রেজি ডিল শুরু হবে সকাল ৮টায়, দুপুর ১২টায় এবং বিকাল ৪টায়। এই সময় ফ্যাশনের বিভিন্ন জিনিসের ওপর ৫০ থেকে ৭০ শতাংশ ছাড় দেওয়া হবে।

 

ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে ‘বাই টু গেট এক্সট্রা’ নামের একটি অফার দেওয়া হবে। এই অফারের মাধ্যমে একই ব্র্যান্ডের দু’টি জিনিস কিনলে ৫ শতাংশ এবং তিনটি জিনিস কিনলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে এমনই বহু আকর্ষণীয় অফার রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে খুবই কম দামে।

%d bloggers like this: