BestMaza.Org

Unboxing | Bengali Daily Tech News | Reviews By TechnoMaza

১লা ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে Facebook, প্রোফাইলে আর দেখা যাবে না এই সমস্ত তথ্য

Spread the love

সম্প্রতি ফেসবুকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল Meta। এতদিন ইউজারদের প্রোফাইলে তাদের নিজেদের ব্যক্তিগত তথ্য এবং নিজস্ব মতামতের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি কলামের দেখা পাওয়া যেত। কিন্তু এবার এই কলামগুলির মধ্যে থেকে বেশ কয়েকটিকে সরানো হচ্ছে। এর ফলে এখন আর ইউজারদের Facebook প্রোফাইলে সেক্সুয়াল প্রেফারেন্স দেখা যাবে না। শুধু তাই নয়, এর পাশাপাশি ব্যবহারকারীদের ধর্মীয় মতামত (religious views), রাজনৈতিক মতামত (political views), এবং ঠিকানা (addresses)-ও এখন থেকে আর ডিসপ্লে করা হবে না বলে Meta মালিকানাধীন সংস্থাটির পক্ষ থেকে জানা গিয়েছে। কোম্পানিটি ঘোষণা করেছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

 

আগামী ১ ডিসেম্বর থেকে Facebook-এ ইউজারদের প্রোফাইলে দেখা যাবে বড়োসড়ো বদল

 

সম্প্রতি ফেসবুকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল Meta। এতদিন ইউজারদের প্রোফাইলে তাদের নিজেদের ব্যক্তিগত তথ্য এবং নিজস্ব মতামতের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি কলামের দেখা পাওয়া যেত। কিন্তু এবার এই কলামগুলির মধ্যে থেকে বেশ কয়েকটিকে সরানো হচ্ছে। এর ফলে এখন আর ইউজারদের Facebook প্রোফাইলে সেক্সুয়াল প্রেফারেন্স দেখা যাবে না। শুধু তাই নয়, এর পাশাপাশি ব্যবহারকারীদের ধর্মীয় মতামত (religious views), রাজনৈতিক মতামত (political views), এবং ঠিকানা (addresses)-ও এখন থেকে আর ডিসপ্লে করা হবে না বলে Meta মালিকানাধীন সংস্থাটির পক্ষ থেকে জানা গিয়েছে। কোম্পানিটি ঘোষণা করেছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

 

আগামী ১ ডিসেম্বর থেকে Facebook-এ ইউজারদের প্রোফাইলে দেখা যাবে বড়োসড়ো বদল

 

 

আপনাদেরকে জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা (Matt Navara) সর্বপ্রথম এই খবরটি জনসমক্ষে এনেছেন। বেশ কয়েকটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করে তিনি জানিয়েছেন যে, আগামী ১ ডিসেম্বর থেকে ইউজার প্রোফাইলে উপরিউক্ত কলামগুলিকে না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত ফেসবুকে ইউজারদের রাজনৈতিক মতামত, ধর্মীয় মতামত এবং সেক্সুয়াল প্রেফারেন্স উল্লেখ করার জন্য একটি সম্পূর্ণ কলাম দেওয়া হতো। খুব স্বাভাবিকভাবেই কলামগুলিকে ফিলআপ করার জন্য অনেকটা সময় অতিবাহিত করতে হতো ব্যবহারকারীদের। তবে এখন আর এর পিছনে ইউজারদের অযথা সময় ব্যয় করতে হবে না, কারণ আগামী ১ ডিসেম্বর থেকে এই কলামগুলিকে সরিয়ে নিচ্ছে ফেসবুক।

 

বিষয়টির সম্পর্কে অবগত করতে ইতিমধ্যেই ইউজারদেরকে নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে Facebook

 

উল্লেখ্য যে, এই আসন্ন পরিবর্তনটির সম্পর্কে জানিয়ে ইতিমধ্যেই ব্যবহারকারীদেরকে নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে ফেসবুক। মেটার এক মুখপাত্র এমিল ভাজকুয়েজ (Emil Vazquez) জানিয়েছেন, যে সকল ইউজারদের এই কলামগুলি ফিলআপ করা আছে, তাদেরকে সংস্থার তরফ থেকে নোটিফিকেশন পাঠিয়ে অবগত করা হচ্ছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে আর এই কলামগুলির অস্তিত্ব থাকবে না। তবে যেহেতু কলামগুলিকে সরিয়ে নেওয়া হচ্ছে, তার ফলে তাতে মজুত থাকা তথ্যগুলি যে বেহাত হওয়ার একেবারেই কোনো সম্ভাবনা নেই, সে সম্পর্কে ব্যবহারকারীদেরকে নিশ্চিতভাবে আশ্বস্ত করেছে ফেসবুক।

 

সম্প্রতি ১১,০০০ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে Meta

 

আপনাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি এগারো হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, মোট কর্মীসংখ্যার অন্তত ১৩ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ। শুধু তাই নয়, সংস্থার এই ভয়াবহ সিদ্ধান্তের জেরে সুদূর কানাডায় গিয়ে চাকরিতে যোগ দেওয়ার মাত্র দুদিনের মধ্যেই খড়গপুর আইআইটির এক ছাত্রকে চাকরি খোয়াতে হয়েছে, যে খবর ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বেহাল পরিস্থিতিতে সংস্থার প্রধান হিসেবে দুঃখপ্রকাশ করেছেন খোদ মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। তিনি জানিয়েছেন যে, মেটাভার্স প্রকল্পের জন্য কোম্পানি ইতিমধ্যেই বিপুল টাকা বিনিয়োগ করেছে। কিন্তু এখনও পর্যন্ত বিশেষ লাভের মুখ না দেখতে পাওয়ায় ২০০৪ সালের পর এই প্রথম বড়োসড়ো আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে মেটা, এবং সেই ক্ষতির সামাল দিতেই অনেক প্রতিভাবান কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে মার্ক জুকারবার্গ জানিয়েছেন, যে সকল কর্মীকে ছাঁটাই করা হবে, তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতি বছরের হিসেবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন। এছাড়াও, কর্মী এবং তার পরিবারের সদস্যদের ৬ মাসের হেলথকেয়ারের খরচও বহন করবে সংস্থা। মার্ক আরও বলেছেন যে, আপাতত নতুন করে কোনো কর্মী নিয়োগ হবে না Meta-য়। এছাড়া, সংস্থাটির সার্বিক খরচেও বেশ জোরালো লাগাম টানা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

%d bloggers like this: